This Article is From Oct 17, 2019

"অবসন্নতায় ভুগছে সরকার..": অর্থমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব মনমোহন সিংয়ের

"অর্থনীতিকে সংশোধন করার আগে অর্থনৈতিক অবস্থার অবনতির সঠিক কারণ নির্ণয়ের প্রয়োজন হয়", নির্মলা সীতারামনের দোষারোপের পাল্টা জবাব দেন Manmohan Singh

অর্থনৈতিক মন্দার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন Manmohan Singh

নয়া দিল্লি:

সরকার সমাধানের পরিবর্তে অন্যের ঘাড়ে দোষ চাপাতেই বেশি আগ্রহী, মোদি সরকারকে লক্ষ্য করে এমন বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিং। দেশের ব্যাংকিং ব্যবস্থায় বর্তমান সঙ্কটের কারণে প্রকারান্তরে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রিত্বের আমলকেই দায়ী করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেই মন্তব্য়েরই এবার পাল্টা জবাব দিলেন মনমোহন (Manmohan Singh)।  "আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য সবেমাত্র দেখেছি। আমি এই বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে চাই না, তবে এটুকু বলতে পারি যে অর্থনীতিকে সংশোধন করার আগে অর্থনৈতিক অবস্থার অবনতির সঠিক কারণ নির্ণয়ের প্রয়োজন হয়। সরকার তা না করে ব্যস্ত রয়েছে অপরপক্ষকে দোষারোপ করতে। সুতরাং তারা এমন কোনও সমাধান সূত্র খুঁজে পাচ্ছে না যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে", মহারাষ্ট্র নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার ব্যাপারে মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলন থেকে একথা বলেন মনমোহন সিং।

মনমোহন-রঘুরামের আমলে সবচেয়ে বেশি ধুঁকছিল পাবলিক সেক্টর ব্যাংক: অর্থমন্ত্রী নির্মলা

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের ‘যৌথ' আমলে “সবচেয়ে খারাপ পর্যায়ে” ছিল পাবলিক সেক্টরের ব্যাংক (পিএসবি), মঙ্গলবার এমন দোষারোপ করতে শোনা যায় অর্থমন্ত্রীকে। দেশের অর্থনৈতিক মন্দা প্রসঙ্গে পূর্ববর্তী সরকারের আমলের দিকে এভাবেই আঙুল তোলেন কেন্দ্রীয় তিনি। ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলির প্রচুর পরিমাণে ঋণই যে ওই ব্যাংকগুলির দুর্দশার মূল কারণ বলে উল্লেখ করেন নির্মলা সীতারামন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “রাজন যে কথা বলছেন, সেই সমস্তটাই যে তিনি ভেবেচিন্তে বলছেন এই বিষয়ে আমার সন্দেহ করার কোনও কারণ নেই। এবং আজ আমি এখানে তাঁকে তাঁর যথাযোগ্য শ্রদ্ধা জানাচ্ছি, তবে এই সত্যটিও আপনার সামনে তুলে ধরেছি যে ভারতীয় পাবলিক সেক্টরের ব্যাংকগুলির পরিস্থিতি ততটা খারাপ নয় যতখানি মনমোহন-রাজনের আমলে ছিল।” মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “প্রধানমন্ত্রী মনমোহন ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের আমলে অবস্থা আরও খারাপ ছিল, তখন আমরা কেউই এত কিছু জানতাম না।”

স্বামীর পরামর্শে কী প্রতিক্রিয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, ঋণের ভারে ক্রমশই জর্জরিত হয়ে পড়েছে ব্যাংকগুলি। ২০১১-১২ সালে যা ছিল ৯,১৯০ কোটি, তাইই বেড়ে ২০১৩-১৪ সালে হয়েছিল ২.১৭ লক্ষ কোটি টাকা। এরপরেই ২০১৪ সালের মে মাসে দেশের ক্ষমতায় আসে এনডিএ সরকার।

দেখুন ১৬.১০.২০১৯-এর সেরা খবর:

.