সাদাত হাসান মান্টোর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ছবি 'মান্টো' মুক্তি পেল আজ।
হাইলাইটস
- আজ মুক্তি পেল সাদাত হাসান মান্টোর জীবনের ওপর ভিত্তি করে তৈরি 'মান্টো'
- পরিচালনায় নন্দিতা দাস। মান্টোর ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি
- পিভিআরের কয়েকটি মাল্টিপ্লেক্সে স্ক্রিনিং নিয়ে প্রশ্ন উঠল আজ
নিউ দিল্লি: দেশের বেশ কয়েকটি অংশে আজকে মুক্তি পাওয়া ছবি ‘মান্টো’র (Manto) স্ক্রিনিং বন্ধ হয়ে গিয়েছে বলে তিনি খবর পেয়েছেন, টুইট করে জানালেন নন্দিতা দাস। সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং টুইটারে বহু মানুষ পোস্ট করে জানিয়েছেন যে, শো ক্যানসেল হয়ে গিয়েছে। সেই পোস্টগুলি রি-টুইট করে নন্দিতা দাস (Nandita Das) এই ঘটনাটির সম্বন্ধে একটিই প্রতিক্রিয়া দিয়েছেন- ‘শকিং’!
যদিও বিখ্যাত মাল্টিপ্লেক্স চেন পিভিআর লিমিটেডের পক্ষ থেকে এই ঘটনাটি ‘যান্ত্রিক ত্রুটির ফলে ঘটেছে’ বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: 'মান্টো' রিভিউ: ক্ষতবিক্ষত জীবনের আলোকিত প্রতিকৃতি
নন্দিতা দাস বলেন, তাঁর ডিস্ট্রিবিউশন টিম ব্যাপারটি দেখছে।
“’মান্টো’ যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, তার ব্যবস্থা করব আমরা। এই গল্পটা আমাদের বলতেই হবে। এই গল্পটা শুনতেও হবে। আপনাদের সকলকে এই ব্যাপারটিতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ”, বলেন তিনি।
এই টুইটের মোটামুটি মিনিট চল্লিশেকের মধ্যে পিভিআরের পক্ষ থেকে নন্দিতা দাসকে রিপ্লাই দিয়ে জানানো হয় যে, গোটা দেশজুড়ে তাদের সমস্ত মাল্টিপ্লেক্সে ফের চলতে শুরু করেছে ‘মান্টো’।
যদিও পিভিআরের টুইটের জবাবে কয়েকজন ভুক্তভোগী কমেন্ট করে জানান এখনও সব জায়গায় ওই 'ত্রুটি' সংশোধিত হয়নি। এখনও বহু জায়গায় চলছে না 'মান্টো'।