রবিবার ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দিল্লিতে।
নয়াদিল্লি: রবিবার সকালে ৯০ মিনিটের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিল্লিতে পালিত হল ৭১তম প্রজাতন্ত্র দিবস (71st Republic Day)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর মেসিয়াস বলসোনারো। প্যারেডের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল দেশের সামরিক শক্তির প্রদর্শন। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে রাজকীয় কুচকাওয়াজে অংশ নেয় ২২টি ট্যাবলো। এর মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৬টি ট্যাবলো। বাকি ট্যাবলোগুলি বিভিন্ন মন্ত্রক ও দফতরের। পশ্চিমবঙ্গ ও কেরল সহ বহু রাজ্যের প্যারেডে অংশ নেওয়ার আর্জিকে প্রত্যাখ্যান করেছে কেন্দ্র।
সামরিক শক্তির প্রদর্শনই হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রধান আকর্ষণ
প্রথা ভেঙে নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'-এ প্রধানমন্ত্রীকে দেখা যায় যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করতে। এরপর হয় জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত ও ২১টি গান স্যালুট। প্রসঙ্গত, এতকাল ইন্ডিয়া গেটের সামনে ‘অমর জওয়ান জ্যোতি'-তেই এই শ্রদ্ধা নিবেদন করতে দেখা যেত প্রধানমন্ত্রীদের।
এই প্রথম সিআরপিএফ-এর পূর্ণ মহিলা বাইক বাহিনী অংশ নিল কুচকাওয়াজে। দলটির নেতৃত্ব দিলেন ইন্সপেক্টর সীমা নাগ। দলটি নানা সাহসী স্টান্ট দেখানোর পর একেবারে শেষে মানব পিরামিড নির্মাণ করেন চলন্ত মোটরসাইকলের উপরে।
71st Republic Day: বরাবরের মতো রঙিন পাগড়িতে চমক প্রধানমন্ত্রীর
বছরখানেক আগে গত বছরের মার্চে এক উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এস্যাট স্বদেশীয় উপগ্রহকে ধ্বংস করার পর প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এরপর এবছর প্রথমবারের জন্য একটি এস্যাট ট্যাবলোকে ‘ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'-এর প্রতিনিধিত্ব করতে দেখা গেল।
Republic Day: পুরুষ সেনাবাহিনীর কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন তানিয়া শেরগিল
হেভিলিফট হেলিকপ্টার চিনুক ও আক্রমণকারী হেলিকপ্টার অ্যাপাচেকে এবারের কুচকাওয়াজেই প্রথম বার দেখা গেল। চিনক প্রত্যন্ত এলাকাতে বিবিধ বস্তু পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে অ্যাপাচে আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে মাটিতে ক্ষেপণাস্ত্র, রকেট ও রাডারে হানা চালাতে পারে।