This Article is From Oct 02, 2019

ভারতের জম্মু ও কাশ্মীর পদক্ষেপের পর পাক সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে, "অনেকেই উদ্বিগ্ন": আমেরিকা

Jammu and Kashmir: "অনেকেরই উদ্বেগ রয়েছে যে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাস চালাতে পারে, এবং আমি বুঝতে পারি না যে চিনও কেন এই জাতীয় সংঘাত চায়", মন্তব্য ইন্দো-প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিবের

ভারতের জম্মু ও কাশ্মীর পদক্ষেপের পর পাক সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে,

Pakistani terrorist: মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে পাকিস্তানি জঙ্গিদের ভারতের উপর সম্ভাব্য হামলা নিয়ে "অনেকেই উদ্বিগ্ন" (ফাইল ছবি)

ওয়াশিংটন:

ভারতের উপর যে কোনও সময় হতে পারে জঙ্গি হামলা, এমনটাই আশঙ্কা করছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দেশকেই তার আশঙ্কার কথা জানিয়েছে যে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ মর্যাদাকে বাতিল করার পরে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী দলগুলিকে (Pakistani terrorist) নিয়ন্ত্রণে না রাখলে তারা যে কোনও সময় ভারতে  (India) আক্রমণ চালাতে পারে। "অনেকেরই উদ্বেগ রয়েছে যে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আন্তঃসীমান্ত সন্ত্রাস চালাতে পারে, এবং আমি বুঝতে পারি না যে চিনও কেন এই জাতীয় সংঘাত চায়", ওয়াশিংটনে এমনই মন্তব্য করেন ইন্দো-প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিব রান্ডাল শ্রাইভার।

জম্মু ও কাশ্মীরকে অস্থায়ী বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার জন্যে যেভাবে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা বাতিল করেছে ভারত তারপরে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি চিনের সমর্থন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন ইন্দো-প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিব । শ্রাইভার বলেন, "আমি মনে করি এটি (কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের পক্ষে চিনের সমর্থন) বেশিরভাগ কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন"।

জম্মু ও কাশ্মীরের অগ্রগতিতে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে : এস জয়শঙ্কর

"তারা (চাইনিজ) আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানকে সমর্থন করেছে। রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি হবে না তা নিয়ে কিছু আলোচনা চলছে, চিনও এটিকে সমর্থন করবে। তবে এর বাইরে আরও সক্রিয় কিছু করছে কিনা তা আমি জানি না", বলেন পেন্টাগনের ওই শীর্ষ কর্মকর্তা।

পাকিস্তানের সঙ্গে চিনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এদিকে ভারতের সঙ্গে তাদের ক্রমবর্ধমান প্রতিযোগিতা বাড়ছে, তিনি বলেন। ভারত চিনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলেও দাবি করেন ইন্দো-প্যাসিফিক সুরক্ষা বিষয়ক বিভাগের সহকারী সচিব।

চিন-পাকিস্তান অবৈধ অর্থনৈতিক করিডোর প্রসঙ্গ তুলে চিনকে মোক্ষম জবাব ভারতের

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের চলমান মার্কিন সফরের কথা উল্লেখ করে শ্রাইভার বলেন যে আমেরিকা তাঁর সঙ্গে এ বিষয়েও আলোচনা করছে।

"আমরা চিনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেছি। ভারত চিনের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক চায়, তবে সেখানে দুই দেশের মধ্যে পারস্পরকির প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে যে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। সুতরাং কাশ্মীর নিয়ে এই জন্যেই চিন পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে আমার ধারণা", বলেন রান্ডাল শ্রাইভার।

দেখে নিন সেরা খবরগুলি:

.