অক্ষয়ে আপত্তি মারাঠা সংস্থার
ঔরঙ্গাবাদ: রবিনা ট্যান্ডনের পর বিশেষ সম্প্রদায়ের সংস্কৃতিতে আঘাতের অভিযোগে এবার মামলায় ফাঁসলেন Akshay Kumar। এক Maratha সংস্থা অভিনেতার বিরুদ্ধে মহারাষ্ট্রের Nanded-এর জেলাশাসক এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সংস্থার অভিযোগ, একটি কাপড় কাচার বিজ্ঞাপনে অক্ষয়কে এমন ভাবে উপস্থাপিত করা হয়েছে যা আঘাত করেছে মারাঠা সংস্কৃতিকে। তারই প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে সংস্থা।
ব্যবসাতেও 'মাস্তানি' দীপিকার, প্রথম দিনেই ৬ কোটি Chhapaak-এর
Sambhaji Brigade নামে ওই সংস্থার আরও দাবি, মারাঠা যোদ্ধাদের অপমান করা হয়েছে ওই বিজ্ঞাপনে। সংস্থার সেই লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার অক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভাজিরাবাদ পুলিশ। কোথায় তৈরি হয়েছে সমস্যা? সংস্থার দাবি, নিরমা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে অক্ষয়কে মহারাষ্ট্রের এক রাজা হিসেবে দেখানো হয়েছে। সেখানে তাঁর বাহিনি যুদ্ধে জিতে ফিরে কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করেছে এই ওয়াশিং পাউডার। এবং অক্ষয় বলেছেন, শত্রু বিনাশের মতোই জামাকাপড়ের ময়লা পরিষ্কার করতেও দক্ষ তার বাহিনি।
ঠোঁটে সেলাই, 'Jersey'-র সেটে মারাত্মক আহত শাহিদ
ইতিমধ্যেই সংস্থাকে বয়কট করার দাবিতে #BoycottNirma লিখে সোশ্যালে প্রতিবাদ জানানো হয়েছে। টুইটারে ভাইরাল হয়েছে তা।