বাবা আর মেয়ের সম্পর্কের ধরণ সব সময় ঠিক বোঝা যায় না। কখনও রাগ অভিমান কখনও আবার বুক ভরা স্নেহ আর আবদারের ঠিকানা এই সম্পর্ক। প্রতি সন্তানের কাছেই নিজের বাবা খানিক ‘সুপারহিরো’। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিনে নিশ্চয়ই এই ভিডিওটি আপনার চোখে পড়েইছে। বেশ ভাইরাল হয়েছে বাবা ও মেয়ের এই ভিডিও। বাবা ও মেয়ে মেরুন 5 এর পপুলার গান 'Girls Like You'-এ তাল মেলাচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে। 2 বছর বয়সী মায়লা বাবার সঙ্গে বাথরুমে স্নান করতে গিয়ে গানের সাথে ঠোঁট মেলাচ্ছে। ভারী মিষ্টি বাচ্চাটি ততোধিক মিষ্টি অভিনয় করেছে গানের সাথে সাথে।
দেখুন ভিডিও
এই ভিডিওটি মেয়েটির মা রেকর্ড করেছেন। ভিডিওটি ইন্সটাগ্রাম এবং টুইটারে আপলোড করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি। মেরুন 5 পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ভিডিওটি। তারা এই ভিডিওটি রি-টুইট করেছেন। ছোট্ট একটি শিশু এত মিষ্টি করে গানে গলা মেলাচ্ছে দেখে মানুষ খুবই মজা পেয়েছেন। দেদার শেয়ার হয়েছে এই ভিডিওটি।
Click for more
trending news