Read in English
This Article is From Apr 28, 2020

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অতিকায় কুমির! ভিডিও দেখে রোমাঞ্চিত নেটিজেনরা

অনেকেই মনে করছেন, মিলন ঋতুর সময় কুমিরটি হয়তো তার সঙ্গীর সন্ধানে বেরিয়েছিল।

Advertisement
অফবিট Written by , Edited by

রবিবার দেখা মেলে এই অতিকায় কুমিরটির।

Highlights

  • ফ্লোরিডায় হাইওয়ের পাশে দেখা মিলল কুমিরের
  • ভিডিওটি এখনও পর্যন্ত দেখা হয়েছে ৬,৬০০-রও বেশি বার
  • অনেকেই অত বড় কুমিরকে দেখে চমকে গিয়েছেন

হাইওয়ের ধারে হেঁটে বেড়াচ্ছে আস্ত কুমির (Alligator)! বিরাট চেহারার ওই কুমিরকে দেখা গেল রবিবার সকালে। আমেরিকায় ফ্লোরিডার (Florida) কাছে দেখা মিলল সেই কুমিরটির। ‘ফ্লোরিডা হাইওয়ে পেট্রল' জানিয়েছে, সকালে ওখানে উপস্থিত হওয়া সকলে চমকে গিয়েছে অত বড় কুমিরকে ওভাবে ঘুরে বেড়াতে দেখে। পাশেই রয়েছে বেড়া। মজার কথা, যেখানে কুমিরটিকে দেখা গিয়েছে, তার নাম অ্যালিগেটর অ্যালি। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির কথা জানানোর সময় ‘ফ্লোরিডা হাইওয়ে পেট্রল' মজা করে জানায়, ভাগ্যিস কুমিরটি পথের ধারে ঘাসের জমিতেই ছিল। ট্র্যাভেল লাইনে আসেনি। টুইটারে একটি ছবি শেয়ার করে তারা। 

"বাচ্চাদের আক্রমণ করলে ছাড় পাবে না কেউ", অনেকটা এরকমই ভঙ্গীতে দেখুন ভোঁদড়ের লড়াই

একটু পরেই একটি ভিডিও পোস্ট করে তারা। সেখানে দেখা গিয়েছে কীভাবে ওই কুমিরটি হেঁটেচলে বেড়াচ্ছে। 

ভিডিওটি ৬,৬০০ বারেরও বেশিবার দেখা হয়েছে এখনও পর্যন্ত। অনেকেই অত বড় কুমিরকে দেখে চমকে গিয়েছেন। কমেন্টে ধরা পড়েছে তার প্রতিফলন। তার আকার নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। অনেকেই মনে করছেন, মিলন ঋতুর সময় কুমিরটি হয়তো তার সঙ্গীর সন্ধানে বেরিয়েছিল। পরে কুমিরটিকে পুনর্স্থাপিত করা হয়। 

একরত্তি সিংহ ছানা হুঙ্কার ছাড়তেই আওয়াজ ম্যাঁঅ্যাঅ্যা! কেঁপে উঠল নেটপাড়া

প্রসঙ্গত, ক'দিন আগেই ফ্লোরিডা কর্তৃপক্ষের তরফে সকলকে সাবধান করতে জানিয়ে দেওয়া হয়, এখন চলছে কুমিরদের মিলন ঋতু। ফলে তারা আগের থেকেই বেশি গতিশীল ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সেই সঙ্গে একটি ছবিও শেয়ার করা হয়। তাতে দেখা গিয়েছে, ন'ফুটের একটি কুমিরকে। জানানো হয়েছে, পথচলতিদের উপরে আক্রমণাত্মক হওয়ার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
আপনার কী মনে করেন? জানাতে পারেন কমেন্ট বিভাগে।

Advertisement
Advertisement