This Article is From Jul 25, 2018

বিশ্বের দেড়শো কোটি মুসলিম এবার পাখির চোখ ম্যাট্রিমনি ডট কমের

গতকাল বিশ্বের মুসলিম ধর্মাবলম্বিদের কথা মাথায় রেখে তারা গোটা মধ্য প্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বাসিন্দাদের জন্য 150 কোটির লক্ষ্য নিয়ে নতুন সাইট খুলে ফেলল।

বিশ্বের দেড়শো কোটি মুসলিম এবার পাখির চোখ ম্যাট্রিমনি ডট কমের

ওয়েবসাইট এবং অ্যাপে এই পরিষেবা পাওয়া যাবে।

নিউ দিল্লি:

বিবাহ সম্বন্ধীয় বিখ্যাত ওয়েবসাইট গতকাল বিশ্বের মুসলিম ধর্মাবলম্বিদের কথা মাথায় রেখে তারা গোটা মধ্য প্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়ার বাসিন্দাদের জন্য 150 কোটির লক্ষ্য নিয়ে নতুন সাইট খুলে ফেলল। এই সাইটগুলি হল:- ArabMuslimMatch.com, AmericanMuslimMatch.com, EuropeanMuslimMatch.com, IndonesianMuslimMatch.com, BangladeshiMuslimMatch.com এবং MalaysianMuslimMatch.com…

অনলাইনের ম্যাট্রিমনি সাইট হিসাবে ভারতে অত্যন্ত সফল ব্যবসা করা এই সর্বজনীন তালিকাভুক্ত সংস্থাটি 18 বছর ধরে ব্যবসার অভিজ্ঞতাটি কাজে লাগাতে চায় এবার গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলিতে।

এই পরিষেবাটি পাওয়া যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সুবিধাযুক্ত ফোনের অ্যাপেও।

“আমরা মনে করি, ঠিক কার সঙ্গে কার সম্পর্ক তৈরি হলে জুটিটি সম্পূর্ণ হয়ে উঠবে, সেই বিষয়ে আমাদের গত আঠারো বছরের দীর্ঘ অভিজ্ঞতাকে এবার দেশের সীমার বাইরে নিয়ে গিয়ে বাকি পৃথিবীর মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছে। আমরা মনে করছি, গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বিদের মধ্যে একইরকম কাজ করার সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। এছাড়া, চরিত্রগত বৈশিষ্ঠ্যের দিক দিয়েও ভারতের সঙ্গে এই দেশগুলির পার্থক্য বেশ কম। তাই এখানেও আমাদের ব্যবসাটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারব বলেই আশা করছি আমরা”, বলেন ম্যাট্রিমনি ডট কমের কর্ণধার ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুরুগাভেল জানকীরাম।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.