This Article is From Oct 14, 2019

সিলিন্ডার ফেটে নিমেষে ধূলিস্যাৎ দোতলা বাড়ি! নিহত কমপক্ষে ১০, আটকে থাকার আশঙ্কা বহুজনের

Mau Cylinder Blast: স্থানীয় মানুষজন জানিয়েছেন, ওই বাড়িটি থেকেই তীব্র এই বিস্ফোরণের শব্দ শোনার পরেই বাড়িটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তাঁরা

উত্তরপ্রদেশের মউ জেলায় সিলিন্ডার ফেটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে

হাইলাইটস

  • মউ জেলায় সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল দোতলা বাড়ি
  • বহু আহত, বহুজনের ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা
  • মৃতদের পরিবারের সর্বোচ্চ সাহায্যের আশ্বাস যোগী আদিত্যনাথের
মউ:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধ্বসে গেল আস্ত একটি বাড়ি! সোমবার সকালে উত্তর প্রদেশের মউ জেলায় (Uttar Pradesh's Mau district) ঘটেছে ভ্যাবহ এই দুর্ঘটনাটি। সিলিন্ডার বিস্ফোরণে (cylinder blast) একটি বাড়ি ভেঙে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দশ জন! আহত বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসনের মতে, আরও অনেকেরই ওই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। মউ জেলার মহাম্মদবাদ (Mohammadabad) এলাকায় দোতলা ওই বাড়ির ভিতরে একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে বাড়িটি নিমেষে ধূলিস্যাত হয়ে যায়।

 “আমার অনুভুতির জগৎ”, তামিলনাড়ুর সৈকতে হেঁটে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী

স্থানীয় মানুষজন জানিয়েছেন, আচমকাই কানে তালা ধরানো আওয়াজ শোনেন তাঁরা! ওই বাড়িটি থেকেই তীব্র এই বিস্ফোরণের শব্দ শোনার পরেই বাড়িটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তাঁরা। ধ্বংসাবশেষে মানুষজন আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখার জন্য ভেঙে পড়া বাড়ির মধ্যে উদ্ধার অভিযান চলছে। অ্যাম্বুলেন্স এবং উদ্বিগ্ন মানুষের ভিড়ে থমথমে গোটা এলাকাই।

এই দুর্ঘটনায় মৃতদের জন্য শোক জ্ঞাপন করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে জেলা কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন।

.