This Article is From Jun 24, 2019

'একাই লড়বে বিএসপি' জোটে নেই মায়াবতী, টুইটে অখিলেশদের প্রতি ক্ষোভ উগরোলেন নেত্রী

মায়াবতী অবশেষে আনুষ্ঠানিক ভাবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর দলের জোটের সমাপ্তি ঘোষণা করলেন।

'একাই লড়বে বিএসপি' জোটে নেই মায়াবতী, টুইটে অখিলেশদের প্রতি ক্ষোভ উগরোলেন নেত্রী

বহুজন সমাজ পার্টি বড় বা ছোট সমস্ত নির্বাচনেই একা লড়বে বলে জানালেন মায়াবতী।

হাইলাইটস

  • টুইট করে জোটের সঙ্গে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন মায়াবতী।
  • জানিয়ে দিলেন, বহুজন সমাজ পার্টি নির্বাচনে এবার থেকে একাই লড়বে।
  • পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দেন অখিলেশের দলের প্রতিও।
নয়াদিল্লি:

মায়াবতী (Mayawati) অবশেষে আনুষ্ঠানিক ভাবে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে তাঁর দলের জোটের সমাপ্তি ঘোষণা করলেন। টুইট করে তিনি জানিয়ে দিলেন, বহুজন সমাজ পার্টি বড় বা ছোট সমস্ত নির্বাচনেই একা লড়বে। পরপর করা কয়েকটি টুইটে তিনি অখিলেশের প্রতিও অবজ্ঞা প্রদর্শন করেছেন। যদিও তিন সপ্তাহ আগে তিনি জানিয়েছিলেন, অখিলেশের সঙ্গে তাঁর সম্পর্কের আন্তরিকতা তিনি নষ্ট করবেন না। একটি টুইটে তিনি লেখেন, ‘‘এটা সকলেই জানেন সমাজবাদী পার্টির প্রতি পুরনো ক্ষোভ আমরা সরিয়ে রেখেছিলাম, যার অন্যতম ছিল দলিত-বিরোধী এবং বিএসপি-বিরোধী সিদ্ধান্তগুলি যা ২০১২-১৭ সালের মধ্যে সমাজবাদী পার্টি সরকার নিয়েছিল। সংরক্ষণের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ও আইন শৃঙ্খলার অবনমন— এই সবকে দূরে সরিয়ে রেখে জনস্বার্থে জোট গড়া হয়েছিল যাকে পূর্ণ সম্মানের সঙ্গে বজায় রাখা হয়েছিল।''

মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য

অন্য টুইটে মায়াবতী লেখেন, ‘‘কিন্তু লোকসভা নির্বাচনের পরে সমাজবাদী পার্টির আচরণ বিএসপিকে ভাবতে বাধ্য করেছিল যে আদৌ বিজেপিকে ভবিষ্যতে এভাবে হারানো যাবে  কিনা। তাই দল ও আন্দোলনের স্বার্থে বিএসপি এখন থেকে সমস্ত নির্বাচনেই লড়াই করবে, সে বড় হোক বা ছোট, একাই।''

জম্মু ও কাশ্মীরের সংরক্ষণ নিয়ে লোকসভায় প্রথম বিল পেশ করবেন অমিত শাহ

গতকাল বর্ষীয়ান দলীয় সদস্যদের সঙ্গে বৈঠকের পরে মায়াবতী অখিলেশ যাদবকে দায়ী করেন ফলাফল প্রকাশের পরে তাঁর সঙ্গে যোগাযোগ না করার জন্য। পাশাপাশি ‘অ-যাদব অনগ্রসর সম্প্রদায়'-দের বিরুদ্ধ কাজ করার জন্য এমনকী মুখ্যমন্ত্রী থাকাকালীন মুসলিমদের অবহেলা করার জন্যও তিনি অখিলেশকে অভিযুক্ত করেন।

.