This Article is From Oct 11, 2018

স্থূলতা নিয়ে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব নেওয়া উচিত মিডিয়ার, বললেন মমতা

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্থূলতা বা ওজন বাড়ার অপকারিতা নিয়ে মিডিয়ার আরও বেশি করে কথা বলা উচিত।

স্থূলতা নিয়ে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব নেওয়া উচিত মিডিয়ার, বললেন মমতা

স্থূলতা সংক্রান্ত সমস্ত খারাপ লাগা পিছনে ফেলে এগিয়ে আসুন, বললেন মমতা।

কলকাতা:

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্থূলতা বা ওজন বাড়ার অপকারিতা নিয়ে মিডিয়ার আরও বেশি করে কথা বলা উচিত। বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে সমস্ত ঢাকঢাক গুড়গুড় ঝেড়ে ফেলে পরিষ্কারভাবে কথা বলতে হবে।

সচেতনতা বৃদ্ধি করতে হবে আরও। নিজের টুইটার অ্যাকাউন্টে মমতা লেখেন, বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে যে কথাটি বলতে চাই, তা হল- স্থূলতা সংক্রান্ত সমস্ত খারাপ লাগা পিছনে ফেলে এগিয়ে আসুন।

সচেতনতা আরও বাড়ান। মিডিয়াও এগিয়ে আসুক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে।

এই বছরের বিশ্ব স্থূলতা দিবসে দ্য ওয়ার্ল্ড ওবেসিটি  ফেডারেশনও জানিয়ে দিয়েছে প্রায় এই কথাই। সমস্ত ঢাকঢাক গুড়গুড়কে পিছনে ফেলে দিয়ে স্থূলতা নিয়ে লড়াই হোক আরও তীব্র।

মিডিয়াতে স্থূলতাকে ব্যঙ্গ করে লেখালেখি কমুক। জনসাধারণের মনে এই বিষয়টি বৃদ্ধি পাক সচেতনতা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.