This Article is From May 10, 2019

অযোধ্যার মধ্যস্থতাকারীদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট

Ayodhya Case: অযোধ্যার বিতর্কের সমাধান কোন পথে হবে  তা খুঁজে বের করতে আরও মাস তিনেক সময় পেলেন মধ্যস্থতাকারীরা।

অযোধ্যার মধ্যস্থতাকারীদের  ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট

বিবাদের মীমাংসা করতে তিন  সদস্যকে নিয়ে একটি কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট।   

হাইলাইটস

  • অযোধ্যার মধ্যস্থতাকারীদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট
  • সমাধান সূত্র খুঁজে বের করতে ১৫ অগাস্ট পর্যন্ত সময় চায় কমিটি
  • তাদের সেই সময় দেওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত
নিউ দিল্লি:

অযোধ্যার (Ayodhya Case) বিতর্কের সমাধান কোন পথে হবে  তা  খুঁজে বের করতে আরও মাস তিনেক সময় পেলেন মধ্যস্থতাকারীরা। সমাধান সূত্র খুঁজে বের করতে ১৫ অগাস্ট পর্যন্ত সময় চায় কমিটি। তাদের সেই সময় দেওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত (Top Court)। প্রধান বিচারপতি (Chief Justice Of Supreme Court)  রঞ্জন গগৈ বলেন, "প্যানেল আরও কিছুটা সময় চেয়েছে আর আমরা তা দিচ্ছি"। মাত্র  ৬ মিনিটের  মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন  হয়ে যায় শুক্রবার। এরই মধ্যে  প্রধান বিচারপতি মন্তব্য করেন সমাধান সূত্র খুঁজে বের করার ব্যাপারে মধ্যস্থতাকারীরা আশাবাদী। এর আগে সুপ্রিম কোর্ট অযোধ্যার জমি  বিবাদেরে মীমাংসা করতে তিন  সদস্যকে নিয়ে একটি কমিটি গড়ে দেয়। সেই কমিটিতে আছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি  এফএম কালিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। নেতৃত্বে আছেন প্রাক্তন বিচারপতি কালিফুল্লা। আদালত এই মধ্যস্থতাকারীদের বলেছে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করে সামধান সূত্র বের করতে।       

আমাদের হাতে ছাড়লে, ২৪ ঘন্টার মধ্যে রামমন্দির সমস্যার সমাধান, কে বললেন একথা

দশকের পর দশক  ধরে  চলতে থাকা রাম জন্মভূমি ও বাবরি মসজিদ সংক্রান্ত জটিলতার মিটমাট হবে মধ্যস্থতার মাধ্যমেই। তিন জনকে এই  দায়িত্ব  দেওয়া  হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইব্রাহিম খৈফুল্লা এই তিন জনকে নেতৃত্ব দেবেন। ফৈজাবাদে  এই মামলার বিভিন পক্ষের সঙ্গে কথা বলবেন এই তিন জন। দলে আছেন শ্রী শ্রী  রবিশঙ্করও। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি বেঞ্চ জানিয়েছে  এই  তিন জনকে  এক মাসের মধ্যে রিপোর্ট জমা  দিতে হবে। আদালত জানিয়েছে কমিটির কাজ গোপন থাকবে। সংবাদ মাধ্যমের সঙ্গে  সদস্যরা কথা  বলতে  পারবেন না। সংবাদ মাধ্যম এ সংক্রান্ত খবরও করতে পারবে না। আদালত  মধ্যস্থতার কথা বললেও বেশির ভাগ পক্ষই এই  প্রস্তাবের বিরধিতা করে। শুনানিব চলাকালীন  ডিভিশন বেঞ্চ জানায় এটা  সম্পত্তির বিষয় নয় মস্তিস্ক এবং হৃদয়ের বিষয়। সেই সময় শেষ হওয়ার পর আরও কিছু দিন সময় পেল কমিটি।                

.