lalu prasad yadav...এই মুহূর্তে আরআইএমএসে ভর্তি রয়েছেন তিনি।
রাঁচি: মানসিক অবসাদে ভুগছেন লালুপ্রসাদ যাদব (lalu prasad yadav)। সোমবার এই কথা জানালেন রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর অধিকর্তা আরকে শ্রীবাস্তব। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, আরআইএমএসে লালুকে দেখতে আসা সমস্ত চিকিৎসকই তাঁদের রিপোর্টে এই কথা লিখেছে। এমনকি, তিনি জানান, এইমসের ডিসচার্জ রিপোর্টেও তাঁর মানসিক অবসাদে ভোগার কথা লেখা ছিল।
একজন মনোবিদ লালুর দেখভাল করতে পারেন বলে যে রিপোর্টটি পাওয়া গিয়েছিল, তার ব্যাপারে জানতে চাওয়া হলে আরকে শ্রীবাস্তব বলেন যে তিনি তেমন কিছুই জানেন না। যদিও, কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে এই নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে। সেখানে লালুর দুই ছেলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব এবং দুর্নীতি মামলায় লালুর জেলে যাওয়া পর্যন্ত সবকিছু নিয়েই জল্পনা করা হয়েছে এই অবসাদের কারণ হয়েছে।
তাঁর উত্তরাধিকারী হিসেবে লালুপ্রসাদ যাদব ছোটছেলে তেজস্বী যাদবকে পছন্দ করলেও, বড় ছেলে তেজপ্রতাপ যাদবের জনভিত্তি অনেক বেশি।
এই মুহূর্তে আরআইএমএসের পেয়িং ওয়ার্ডে ভর্তি রয়েছেন পশুখাদ্য কেলেঙ্কারীতে জেলে যাওয়া লালু।