Howdy Modi: ষোলো বছরের এই কিশোরকে দেখা গেল অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে।
রবিবার হাউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) দেখা গিয়েছে মঞ্চে। পঞ্চাশ হাজার ভারতীয় মার্কিন নাগরিক উপস্থিত ছিলেন ‘হাউডি মোদি' (Howdy Modi)-তে। আর সেখানেই এক ষোলো বছরের কিশোরকে দেখা গেল অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে। সেই কিশোরের নাম স্পর্শ শাহ। সে এক বিরল অসুখে ভুগছে। অসুখের নাম ‘অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা'। রবিবার সেও উপস্থিত ছিল। স্পর্শ একজন র্যাপার, গীতিকার ও মোটিভেশনাল স্পিকার। থাকে নিউ জার্সিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখার সাধ তার বহুদিনের। অবশেষে পূর্ণ হল আকাঙ্ক্ষা।
সংবাদ সংস্থা আইএএনএসকে সে জানিয়েছে, ‘‘এত মানুষের সামনে গান গাওয়া আমার কাছে বিরাট ব্যাপার। জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন' গাইবার সুযোগ পেয়ে আমি উত্তেজিত। প্রথমবার মোদিজিকে আমি দেখেছিলাম ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে। আমি তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আমি কেবল টিভিতেই তাঁর দেখা পেয়েছিলাম।''
"আমেরিকা ভারতকে ভালবাসে": হাউডি মোদির পর টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প
স্পর্শ জানাচ্ছে, ‘‘ভগবানের আশীর্বাদে আমি ওঁর দেখা পেতে চলেছি। এবং জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারে আমি উত্তেজিত।''
‘হাউডি মোদি' অনুষ্ঠানে প্রায় ৪০০ জন শিল্পী অংশ নেন। স্পর্শ ছিল তাঁদের অন্যতম।
"হাউডি মোদি-তে আপনার উপস্থিতি এক সন্ধিক্ষণ", ট্রাম্পকে উদ্দেশ্য করে টুইট মোদির
বারো বছর বয়সে বিখ্যাত র্যাপার এমিনেমের গান ‘নট অ্যাফ্রেড' গানটি গেয়ে একটি ভিডিও তৈরি করে স্পর্শ। সেই ভিডিও এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছ'কোটি মানুষ দেখেছেন। ওই ভিডিওতেই রাতারাতি খ্যাতি পায় স্পর্শ। পরে এমিনেমও টুইট করেন স্পর্শকে নিয়ে।
গানের পাশাপাশি স্পর্শ মোটিভেশনাল স্পিকারও। সে মানুষকে উদ্দীপনা জোগায় অসম্ভবের সীমানা থেকে ফিরে এসে নিজেকে বোঝাতে ‘আই অ্যাম পসিবল।'
ভিডিও দেখুন p>
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)