This Article is From Aug 01, 2019

ইস্টবেঙ্গলকে নিয়ে তথাগত রায়ের মন্তব্যের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী

আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal )  শতবর্ষ উদযাপন চলবে।

ইস্টবেঙ্গলকে নিয়ে তথাগত রায়ের মন্তব্যের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাব নিয়ে মেঘালয়ের রাজ্যপালের (Meghalaya governor) মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কলকাতা:

শতবর্ষ অনুষ্ঠানের সূচনা মঞ্চ। আর সেখানেই ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাব নিয়ে মেঘালয়ের রাজ্যপালের (Meghalaya governor) মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  ভরা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে জানালেন, কেউ ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন বলে তাঁর কানে গিয়েছে। যা নিয়ে তিনি ‘‍লজ্জিত'।  ২০২০ সালের ১লা আগস্ট সূচনা হয় ইস্টবেঙ্গল ক্লাবের পথ চলা। এদিন থেকেই শুরু হল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। (centenary year programmes) যার আহ্বায়ক করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। (CM Mamata Banerjee) এদিনের অনুষ্ঠানে মমতা বলেন, ‘কানে কেউ কেউ বলে দিল, ইস্টবেঙ্গলের (East Bengal ) লোকেরা শুধু ইস্টবেঙ্গল,  ওয়েস্ট বেঙ্গল ইস্টবেঙ্গলের মধ্যে ফারাক রয়েছে। এতে লজ্জিত বোধ করছি। এপার বাংলায় জন্মগ্রহণ করেছি বলে, আমি ইস্টবেঙ্গল নই (East Bengal )।  এটা ইস্টবেঙ্গলের প্রতি অসম্মান। কতগুলো বিষয়ে ইতিহাস তৈরি হয় যার কোনও ভৌগলিক সীমানা হয় না।' 

ইস্টবেঙ্গল নিয়ে টুইট করে বিতর্কে তথাগত রায়, সামাল দিতে নতুন টুইট

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)সংযোজন, ‘সারা পৃথিবীর যত ক্লাব আছে, আমাদের সমর্থকদের মতো গর্ববোধ কেউ করে না। জীবন দেওয়ার জন্য তৈরি থাকে। কিন্তু ক্লাবের অসম্মান সহ্য করে না। স্যালুট জানানোর জন্যই আমার আজ এখানে আসা।'

প্রসঙ্গত,  মঙ্গলবারই মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় (Tathagatha Roy) ট্যুইট করেন। যেখানে বলা হয়, 'ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাব শতবর্ষ  উদযাপন করছে। পশ্চিমবঙ্গে(West Bengal)  থেকে ইস্টবেঙ্গল (East Bengal)  ক্লাবকে সমর্থন করছেন কেন?' এই ট্যুইটের পরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যের একদা বিজেপি(BJP) সভাপতি তথাগত রায়কে। (Tathagatha Roy) বেকায়দায় পরে অবশ্য তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেন তিনি। সাফাই হিসাবে ফের ট্যুইট করেন তিনি। সেখানে লেখেন, ‘বোঝার ভুলে এত গালগাল করা হচ্ছে। আমাদের অনেকেই ইস্টবেঙ্গলের (East Bengal ) ইতিহাস ভুলে গিয়েছি। আমি ওই ক্লাবকে সমর্থন করছি আজন্ম। ওয়েস্ট বেঙ্গলে (West Bengal)  বসে ইস্টবেঙ্গলকে সমর্থন আমায় বারবার মনে করায়, ধর্মীয় কারণে আমাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল।' 

শতবর্ষ পূর্তি ইস্টবেঙ্গলের, লাল-হলুদকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal )  শতবর্ষ উদযাপন চলবে। যাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।(CM Mamata Banerjee) নেতাজী ইন্ডোরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব।(Kapil DeV) ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, (Sourav Gangully)প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভূটিয়া, (Bhaichung Bhutia)ভারতীয় ফুটবলা দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri)সহ একাল-সেকালের বহু বিশিষ্টরা। শতবর্ষে ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হয় ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে।(Kapil DeV) ।

ইস্টবেঙ্গলের ১০০ বছরে ফুটবলের উৎসব, মিলে গেল রাজনীতি থেকে ক্রিকেট

এই প্রথম বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ডুরান্ট কাপ। (Durand Cup) টুর্নামেন্টকে ভালোভাবে সফল করতে প্রসাসনের সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ফুলবল প্রেমী বাঙালীকে মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.