தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 05, 2019

‘‘অশুভ’’: ৩৭০ ধারা বাতিলের পর কেন্দ্রের নিন্দায় মেহবুবা মুফতি

মেহবুবা জানান, ‘‘ভারতীয় গণতন্ত্রের আজ সবচেয়ে কালো দিন।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by

৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের জন্য সরকারের নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

Highlights

  • মেহবুবা মুফতি ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের জন্য সরকারের নিন্দা করলেন
  • তিনি এই সিদ্ধান্তকে ‘অশুভ’ বললেন
  • মেহবুবার দাবি, সরকার চায় জম্মু ও কাশ্মীরের জনতত্ত্বই বদলে দিতে
শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের (J&K) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti ), যিনি রবিবার রাত থেকে নজরবন্দি রয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের জন্য সরকারের নিন্দা করলেন। এই ধারার বলেই জম্মু ও কাশ্মীর পেত ‘স্পেশাল স্ট্যাটাস'। সোমবার তা উঠে গেল রাষ্ট্রপতির নির্দেশের পরে। সরকারের উদ্দেশ্যকে ‘অশুভ' বলে বর্ণনা করে মেহবুবা জানালেন, সরকার চায় জম্মু ও কাশ্মীরের জনতত্ত্বই বদলে দিতে। এখন থেকে জম্মু ও কাশ্মীর আর রাজ্য রইল না। তাকে ‘পুনর্গঠিত' করা হবে। সোমবার সংসদে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি প্রস্তাব পেশ করেছেন, এই রাজ্যে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে। জম্মু ও কাশ্মীর যার আইনসভা থাকবে এবং লাদাখ যার আইনসভা থাকবে না। দু'জন লেফটেন্যান্ট গভর্নর থাকবেন।

ঐতিহাসিক সিদ্ধান্ত, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল কেন্দ্রীয় সরকারের, দেখে নিন বিজ্ঞপ্তিটি

মেহবুবা জানান, ‘‘ভারতীয় গণতন্ত্রের আজ সবচেয়ে কালো দিন। ১৯৪৭ সালে ২ দেশের তত্ত্ব নাকচ করা ও ভারতের সঙ্গে থাকার জম্মু ও কাশ্মীরের নেতৃত্বে সিদ্ধান্তরই ফল এটা।''

রাজ্যের তিন মুখ্য রাজনীতিবিদ মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজাদ লোনকে তাঁদের বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে রবিবার রাত থেকে। অধিক সংখ্যক মানুষের জমায়েত এবং জনসভা নিষিদ্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। ত সপ্তাহ থেকেই সেখানে অতিরিক্ত আধা সেনা মোতায়েন করা হচ্ছে।

Advertisement

কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ; প্রস্তাব কেন্দ্রের

শুক্রবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, অমরনাথের তীর্থযাত্রী ও পর্যটকদের দ্রুত রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ওই ঘোষণার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্যে। বাসিন্দাদের দেখা যায় দ্রুত দোকানবাজারে ভিড় করে প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে।

Advertisement

একাধিক টুইট করেচেন মেহবুবা। তিনি জানিয়েছেন, ‘‘নিশ্চিত নই কবে আমি যোগাযোগ করতে পারব। এই ভারতকেই কি আমাদের মেনে নিতে হবে?''

মোবাইল ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং শ্রীনগর ও এই রাজ্যের একাংশে জনসভা ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

সরকার সোমবার এই সিদ্ধান্তের কথা জানানোর আগে থেকেই এই বিষয়ে গুঞ্জন তৈরি হয়।

Advertisement