হাইলাইটস
- ইলতিজা মুফতির অভিযোগ তাঁকে বাইরে বেরোতে দেওয়া হয়নি।
- মঙ্গলবার ছিল মুফতি সইদের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
- সেই অনুষ্ঠানে মুফতি সইদের সমাধিস্থলে যাওয়ার কথা ছিল ইলতিজা মুফতির
শ্রীনগর: দাদুর মৃত্যুবার্ষিকী (Death Anniversary) পালনে সমাধিস্থলে যেতে পারলেন না নাতনি (Grand Daughter) ইলতিজা মুফতি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে গৃহবন্দি মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। মঙ্গলবার, ৭ জানুয়ারি, তাঁর দাদু অর্থাৎ সে রাজ্যের অপর প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। সেই অনুষ্ঠানে মুফতি সইদের সমাধিস্থলে (Grave Yard) যেতে এদিন বাধা দেওয়া হয় ইলতিজা মুফতিকে। যদিও, এই অনুষ্ঠানের জন্য একসপ্তাহ আগে অনুমতি চেয়ে রেখেছিল সইদ পরিবার (Family)। কিন্তু সেই অনুমতি খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। এই ঘটনায় ইলতিজা মুফতির অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে বাইরে বেরোতে বাধা দিয়েছে ।
গত অগস্টে জম্মু-কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্র। যে ধারা এযাবৎকাল উপত্যকাকে বিশেষ মর্যাদা দিয়ে আসছিল। সেই ধারা বিলোপের পর, ৪ অগস্ট, গৃহবন্দি করা হয় মেহবুবা মুফতিকে। যিনি ২০১৬ সালে বিজেপির সমর্থনে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুফতি মহম্মদ সইদের মৃত্যুর পরই তাঁর কন্যা হিসেবে মুখ্যমন্ত্রিত্ত্ব পেয়েছিলেন মেহবুবা মুফতি।