This Article is From Jan 21, 2019

ভারতের নাগরিকত্ব এবং পাসপোর্ট  ছেড়ে  দিলেন ব্যাঙ্কের ঋণ বাকি রেখে দেশ ছাড়া ব্যবসায়ী  মেহুল

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন মেহুল চোকসি।  আর তাই ছেড়ে দিলেন দেশের পাসপোর্টও।

ভারতের নাগরিকত্ব এবং পাসপোর্ট  ছেড়ে  দিলেন ব্যাঙ্কের ঋণ বাকি রেখে দেশ ছাড়া ব্যবসায়ী  মেহুল

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন মেহুল চোকসি।  আর তাই ছেড়ে দিলেন দেশের পাসপোর্টও।

নিউ দিল্লি:

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন মেহুল চোকসি।  আর তাই ছেড়ে দিলেন দেশের পাসপোর্টও। আন্টিগা থেকে যাতে ভারতে ফিরে আসতে না হয় তা নিশ্চিত করতেই এমন  পদক্ষেপ বলে মনে  করা হচ্ছে। পাসপোর্টের সঙ্গে সে দেশের ভারতীয় হাইকমিশনের কাছে  ১৭৭ ডলারও জমা দিয়েছেন মেহুল। ২০১৭ সালে  অ্যান্টিগার নগরিকত্ব পান মেহুল। এরপর ২০১৮ সালের জানুয়ারি মাসে  সিবিআই তাঁর আর নীরব মোদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

পাঞ্জাব ন্যাশনালে ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা  ঋণ বাকি রাখার  অভিযোগ আছে এই দুজনের বিরুদ্ধে। দু'জনেই গত জানুয়ারি মাসে  দেশ ছাড়েন। দেশ ছাড়ার সময় শারীরিক চিকিৎসার কথা  বলেন মেহুল।

আরও পড়ুনঃ অতিথি দেব ভবঃ বিরোধী নেতাদের খাবার পরিবেশন করে চমক মমতার

এদিকে এ সংক্রান্ত মামলার শুনানির সময় মুম্বইয়ের একটি আদালতে মেহুল জানান ৪১ ঘণ্টা পথ পেরিয়ে ভারতে এসে  শুনানিতে অংশ নিতে পারবেন না। কারণ তাঁর শরীর ভাল নয়। লিখিত বিবৃতিতে তিনি আরও দাবি করেন তাঁর পরিস্থিতির ব্যাপারে ইডি আদালতকে প্রকৃত তথ্য দিচ্ছে না। এটাও বলছে না যে তিনি ব্যাঙ্কের সঙ্গে  যোগাযোগ  করে অর্থ ফিরিয়ে দিতে চান।

 

.