This Article is From May 10, 2018

মানসিক রোগী দিল্লির মার্কিন দূতাবাস বেয়ে উঠলেন

উনি আগেও মার্কিন দূতাবাস বেয়ে ওঠার চেষ্টা করেছেন বিভিন্ন সময়

মানসিক রোগী দিল্লির মার্কিন দূতাবাস বেয়ে উঠলেন
নিউ দিল্লি: একটি 28 বছরের মানসিক রোগী দিল্লির মার্কিন দূতাবাস বেয়ে উঠেছেন। স্থানীয় পুলিশের খবর অনুযায়ী, তারপরেই তাকে বুধবার দিন ইনস্টিটিউট অফ হুম্যান বিহেভিয়ার এন্ড এলাইড সাইন্সেসে নিয়ে যাওয়া হয় ।
পুলিশ আরো জানান যে এই লোকটি মণিপুরের নিবাসী। উনি আগেও মার্কিন দূতাবাস বেয়ে ওঠার চেষ্টা করেছেন বিভিন্ন সময়।
উনি আবার পুলিশ কেও বলেছেন যে উনি যেহেতু মানসিক রোগী, অনার মনে হয়েছিল যে মার্কিন দেশে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। গত বছর আগস্ট মাসেও, উনি দূতাবাসে পৌঁছে বেয়ে উঠতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।
এদিকে এক পুলিশ আধিকারিক জানান, এই বার অবশ্য উনি দূতাবাসে বেয়ে উঠতে সক্ষম হন, কিন্তু পুলিশ তাকে 3 মে ধরে এই এইচ বি এ এস এ পাঠিয়ে দেন চিকিৎসার জন্য ।
ওই রোগীর পরিবার থাকেন মণিপুরে। তাদের জানানো হয় এবং তাকে নিতে পরিবারের লোকজন দিল্লিতে আসেন।, আধিকারিক জানান।
ব্যাঙ্গালোরে  একটি বেসরকারি সংস্থায় কাজ করেন রোগীর বোন। মণিপুরের রাজ্যপালের দপ্তরে কাজ করিম রোগীর মা, জানান পুলিশ আধিকারিক।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.