কলকাতা: এবার থেকে ট্যাক্সিতে (Kolkata Taxi) উঠলেই ৫০ টাকা। বুধবার সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিল শহরের তিনটি ট্যাক্সি সংগঠন। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে প্রথম দুই কিলোমিটার পর্যন্ত এই ভাড়াবৃদ্ধির (Taxi Fare Hike) সিদ্ধান্ত। এখন ট্যাক্সিতে উঠলে প্রথম দু'কিমি পর্যন্ত ৩০ টাকা ভাড়া গুণতে হয় যাত্রীদের। এই ভাড়াবৃদ্ধি প্রসঙ্গে বেঙ্গল ট্যাক্সি সংগঠনের সম্পাদক বিমল গুহ বলেছেন, "একাধিকবার সরকারকে ভাড়াবৃদ্ধি নিয়ে দরবার করলেও, কোনও হেলদোল নেই। তাই বেঙ্গল ট্যাক্সি সংগঠন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোশিয়েশন আর ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশন একসঙ্গে বসে এই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।" পয়লা অগাস্ট থেকে এই বর্ধিত ভাড়া লাগু হবে। এদিন জানান বিমল গুহ।
তাঁর দাবি, "যাত্রীদের ঘাড়ে বোঝা না চাপাতে আমরা ভাড়াবৃদ্ধির নানা ধাপ সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু কোনও প্রস্তাবেই তারা সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। প্রথম দুই কিমি ৫০ টাকা হলেও, পরের প্রতি কিমি সমহারে বাড়বে ভাড়া।"