This Article is From Jan 02, 2019

ফের গোলযোগ মেট্রোতে, আধঘন্টা বন্ধ রইল ট্রেন চলাচল

দিনকয়েক আগেই চলন্ত মেট্রোয় আগুন লেগে যাওয়ার ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী। ওই সময়ই ফের আরেক যান্ত্রিক দুর্যোগের সম্মুখীন হল পাতালরেল।

ফের গোলযোগ মেট্রোতে, আধঘন্টা বন্ধ রইল ট্রেন চলাচল

কবি সুভাষগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশনের কাছে দাঁড়িয়ে যায় লাইনে একটি ঝলক লক্ষ করে৷

কলকাতা:

দিনকয়েক আগেই চলন্ত মেট্রোয় আগুন লেগে যাওয়ার ঘটনার আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী। ওই সময়ই ফের আরেক যান্ত্রিক দুর্যোগের সম্মুখীন হল পাতালরেল। লাইনে সমস্যা থাকার জন্য মঙ্গলবার সন্ধেবেলা প্রায় আধঘণ্টা বন্ধ রইল দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে ট্রেন চলাচল। নতুন বছরের প্রথম দিনেই বিচ্ছিরিভাবে নাকাল হলেন কয়েক লক্ষ যাত্রী৷ ঘটনার সূত্রপাত সন্ধে ৬ঃ৫০ মিনিট নাগাদ। কবি সুভাষগামী একটি ট্রেন রবীন্দ্রসদন স্টেশনের কাছে দাঁড়িয়ে যায় লাইনে একটি ঝলক লক্ষ করে৷ "তারপরই লাইনে পরীক্ষা-নীরিক্ষা শুরু হয় যথাযথভাবে। সন্ধে ৭ঃ০৫ মিনিট নাগাদ ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়", বলেন কলকাতা মেট্রোর মুখ্য পাবলিক রিলেশন অফিসার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। 

"গণতান্ত্রিক অধিকার" নিয়ে জ্ঞান দেওয়া বন্ধ করুক বিজেপি, তোপ তৃণমূলের

২৭ ডিসেম্বরের আগুন লেগে যাওয়ার ঘটনায় ময়দান স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। যাতে আহত হন ১৬ জন যাত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.