This Article is From Nov 06, 2019

খাবার দিতে আসা ব্যক্তিকে ইশারায় কী বলল এই গরিলা? দেখুন

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে । কারণ মানুষ এই ভিডিওটি খুব পছন্দ করছেন।

খাবার দিতে আসা ব্যক্তিকে ইশারায় কী বলল এই গরিলা? দেখুন

Gorilla viral video : খাবার দিতে আসা ব্যক্তিকে ইশারায় কি বলল এই গরিলা? দেখুন

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও অতি দ্রুত ভাইরাল হচ্ছে । মানুষ এই ভিডিওটিকে ভীষণ পছন্দ করছেন।  এই ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন যে গরিলারা কতটা বুদ্ধিমান হয়।  এই ভাইরাল ভিডিওটিতে একটি গরিলাকে ইশারায় কথা বলতে দেখা যাচ্ছে।  এই ক্লিপটি মিয়ামি চিড়িয়াখানার। এটি দেখার পর অনেকেই বলছেন যে এই গরিলাটিই সবথেকে বুদ্ধিমান। ডেইলি মেলের খবর অনুযায়ী এই ভিডিওটি 2013 সালে রেকর্ড করা হয়েছিল।  কিন্তু এখন এটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। সবার ফোনের টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ জুড়ে রয়েছে এখন এই ভিডিওটি।

হাতি বড়ই বুদ্ধিমান প্রাণী, দেখুন কীভাবে বিদ্যুতের তারের বেড়া টপকালো

রিপোর্টারের বয়ান অনুযায়ী একজন দর্শক গরিলাকে খাবার দেয়, তখন গরিলাটি ইশারায় বলে যে তাকে দর্শকের কাছ থেকে খাবার নিতে বারণ করা হয়েছে। টুইটারে এই ভিডিওটি তেসরা  নভেম্বর শেয়ার করা হয়েছিল এখনও পর্যন্ত এই ভিডিওটির  ১ লাখ ভিউয়ার্স হয়েছে । মানে এক লক্ষের বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছে। ৪ হাজার লাইক পেয়েছে এই ভিডিওটি। আটশো -র ও বেশি রিটুইট হয়েছে এই পোস্টে।

.