Read in English
This Article is From Mar 26, 2020

করোনা মহামারী আসছে! আগাম ভবিষ্যবাণী করেছিলেন মাইকেল জ্যাকসন?

করোনা (Coronavirus) আসছে মহামারী আকার নিয়ে। পপ বাদশা মাইকেল জ্যাকসন (Michael Jackson) নাকি আগাম এই ভবিষ্য বাণী করেছিলেন!

Advertisement
ওয়ার্ল্ড Edited by

মাইকেল জ্যাকসন নাকি করোনা মহামারীর কথা আগেই বলেছিলেন! (ফাইল চিত্র)

লস এঞ্জেলস:

করোনা (Coronavirus) আসছে মহামারী আকার নিয়ে। পপ বাদশা মাইকেল জ্যাকসন (Michael Jackson) নাকি আগাম এই ভবিষ্য বাণী করেছিলেন! এমনটাই জানিয়েছেন প্রয়াত পপ তারকার দেহরক্ষী Matt Fiddes। তিনি আরও জানিয়েছেন, সেই জন্যই তিনি সারাক্ষণ নাকি মাস্কে মুখে ঢেকে রাখতেন। বিশ্ব যখন করোনা ত্রাসে কাঁপছে তখন এই খবর যথেষ্ট আলোড়ন তুলেছেন পপ তারকার অনুরাগীদের মনে।

করোনায় সংক্রমণ হাজারেরও বেশি! ইমরানকে অগ্রাহ্য করে সিন্ধুতে লকডাউন

দেহরক্ষী আরও জানান, "মাইকেল (এমজে) জানতেন, খুব শিগগিরিই বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসছে। রোগে ধ্বংস হবে মানব সভ্যতা। পপ তারকা টের পেয়েছিলেন বলেই তিনি সবসময় সাবধানে থাকতেন। নিজের বিমানে যাতায়াত করতেন। মুখ ঢেকে রাখতেন। যাতে তিনি জীবাণু সংক্রমণে না পড়েন। এই কারণেই তিনি নির্দিষ্ট চারটি দেশ ছাড়া আর কোথাও যেতেন না।"

Advertisement

অনেকবার ফিদেস নাকি তাঁকে মাস্ক না পরার অনুরোধ করেছিলেন। তাতে মাইকেল ভীষণ অস্বস্তি বোধ করতেন। বলতেন, আমি অসুস্থ হতে চাই না। আমার অনুরাগীদের হতাশ করতে পারি না। আার গান শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। ফলে, আমাকে যেভাবেই হোক আমায় ভালো থাকতে হবে।' 

করোনা ভাইরাসে আক্রান্ত এবার ব্রিটেনের যুবরাজ চার্লস

Advertisement

২০০৯-এ চিরবিদায় নেন মাইকেল জ্যাকসন। বেঁচে থাকলে আজ সবাই যা বলছেন, তিনিও সেটাই বলতেন। কারণ, এই কথা তিনি বহু বছর আগে জানিয়ে সাবধান করতে চেয়েছিলেন। দেহরক্ষীর কথায়, তাঁর কথা সেদিন কেউ শোনেননি। কেউ তাঁকে পাত্তা দিতেন না। সবাই তাঁকে ব্যঙ্গ করে বলতেন 'ওয়াকো জ্যাকো'। তিনি আপশোস করে বলেন, সেদিন তাঁর কথা গুরুত্ব দিয়ে শুনলে আজ এই দিন দেখতে হত না বিশ্ববাসীকে।  

Advertisement