কলকাতা: শনিবারের বাজার। কাজকম্মো শেষ। তাড়াতাড়ি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হোম থিয়েটারে সিনেমা দেখবেন কিংবা পোষ্যের সঙ্গে সময় কাটাবেন---এটাই হওয়া উচিত ছিল। কিন্তু তেমনটা ঘটল কই? এসবের ধারপাশ না মাড়িয়ে তিনি, শাসকদলের সাংসদ Mimi Chakraborty শনিবারের শীত-সন্ধেয় মেতে উঠলেন Carromboard-এ। সঙ্গী দলের একঝাঁক কর্মী। সবাই দিদিকে পেয়ে দারুণ উৎসাহী। মিমি ক্যারাম খেলছেন, খবর ছড়াতেই দেবীদর্শনের মতোই মিমি-দর্শন সারলেন অনেকেই। টিনের ঘর, অ্যাসবেস্টসের চালের নীচে দাঁড়ানো মিমির সেদিকে ভ্রূক্ষেপ নেই। তিনি প্রাণপণ চেষ্টা করছেন প্রত্যেকটা গুটি ফেলার। হাসিমুখে পোজও দিয়েছেন অবশ্য তার মধ্যেই। দেখুন সেই ভিডিও:
রাজনীতির ময়দানে নেমেই মিমি বলেছিলেন, জিতলে দিল্লিতে গিয়ে পড়ে থাকবেন না। কাজ করবেন তৃণমূলীয় স্তর থেকে। সেই কথারই প্রতিফলন যেন শনিবারের ক্যারাম খেলা। জ্যাকেটে নিজেকে মুড়ে নিয়ে অনায়াসে দলীয় সঙ্গীদের সঙ্গে খেলায় তাই মেতে উঠতে পেরেছেন। সাংসদীয় ব্যবধান মুছে। রীতিমতো আবদার করেছেন, হাতের কাছের গুটি তাঁর জন্য রেখে দিতে। গুটি ফেলে আনন্দে মেতেছেন আর পাঁচজন খেলোয়াড়ের মতোই। এরই পাশাপাশি মিমি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে নিজের ভিডিও মিউজিক লঞ্চের সঙ্গে জনসংযোগ বাড়াতে রেখেছেন প্রশ্নোত্তর পর্ব, #AskMimi-তে।