This Article is From Dec 13, 2019

‘‘ভারতের সব মানুষই কি ধর্ষক?’’: রাহুল গান্ধির মন্তব্যের জবাবে স্মৃতি ইরানি

তিনি আরও বলেন, ‘‘রাহুল গান্ধি মন দিয়ে শুনে নিন। ‘কাম রেপ ইন ইন্ডিয়া’-র উত্তর ভারতের পরিবারগুলিই দেবে।’’

রাহুল গান্ধির ‘‘রেপ ইন ইন্ডিয়া’’ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

নয়াদিল্লি:

রাহুল গান্ধির (Rahul Gandhi) করা ‘‘রেপ ইন ইন্ডিয়া'' মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) । সংসদ এদিন উত্তাল হল স্মৃতি ইরানি ও অন্যান্য বিজেপি সাংসদদের তীব্র প্রতিবাদে। সংসদের বাইরেও রাহুলের ওই মন্তব্যকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি জানতে চান কংগ্রেস নেতা কি ভারতের প্রতিটি পুরুষকেই ধর্ষক করেন। রাহুল গান্ধির ক্ষমা দাবি করে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, কীভাবে কংগ্রেসের সাংসদ ভারতের নাগরিকদের ধর্ষণ করতে আহ্বান জানাতে পারেন! তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘তিনি যা করেছেন তা শাস্তিযোগ্য। নারীদের উপরে হওয়া অপরাধ নিয়ে রাজনীতি করেছেন। নারীরা তাঁকে উত্তর দেবেন। কিন্তু আমি পুরুষদের বলতে চাই, রাহুল গান্ধির দাবি অনুযায়ী, ভারতের প্রতিটি পুরুষ কি একজন ধর্ষক?''

তিনি বলেন, ‘‘আমি চাই সনিয়া গান্ধিও এর ব্যাখ্যা দিন। ভারতের নারীরা কখনও শাস্তিযোগ্য এই কাজকে ক্ষমা করবেন না।''

‘‘ক্ষমা চাইব না'', বিতর্কিত ‘‘রেপ ইন ইন্ডিয়া'' মন্তব্য প্রসঙ্গে জানালেন রাহুল গান্ধি

তিনি আরও বলেন, ‘‘রাহুল গান্ধি মন দিয়ে শুনে নিন। ‘কাম রেপ ইন ইন্ডিয়া'-র উত্তর ভারতের পরিবারগুলিই দেবে।''

সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন রাহুল গান্ধির করা এই মন্তব্যকে ঘিরে উত্তাল হল সংসদের উভয় কক্ষ।

ঝাড়খণ্ডে বৃহস্পতিবার এক নির্বাচনি সভায় রাহুল গান্ধি দেশে নারীদের উপরে হতে থাকা অপরাধের জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি বলেছিলেন 'মেক ইন ইন্ডিয়া' তবে আজকাল যেখানেই তাকাবেন দেখবেন এখন চলছে 'রেপ ইন ইন্ডিয়া'।''

আইনের মারপ্যাঁচে সাজা থেকে বাঁচার চেষ্টা করছে দোষী, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন নির্ভয়ার মায়ের

এর উত্তরে সংসদে স্মৃতি ইরানি বলেন, "ইতিহাসে এই প্রথমবার এমন শোনা গেল যে কোনও নেতা বলছেন যে ভারতীয় মহিলাদের ধর্ষণ করা উচিত। রাহুল গান্ধির এই বার্তা কি দেশের জনগণের প্রতি? তাঁর এই মন্তব্যের জন্যে তাঁকে শাস্তি দেওয়া উচিত।"

তিনি অভিযোগ করেন, ভারতের মহিলা ও মানুষকে অপমান করেছেন রাহুল গান্ধি।

দেখে নিন এই ভিডিও:

.