This Article is From Feb 27, 2019

পাকিস্তানের হামলা নিয়ে দিল প্রতিক্রিয়া ভারত, পড়ুন সম্পূর্ণ বিবৃতি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল তা আগেই  জানানো হয়েছে।

হাইলাইটস

  • ২৪ ঘন্টার মধ্যেই ভারতের হামলার পাল্টা দিল পাকিস্তান
  • ভারতীয় বাহিনী পাকিস্তানের এই হামলা ব্যর্থ করেছেঃ বিদেশ মন্ত্রক
  • নিজেদের আকাশে পাকিস্তানের বাহিনীর উপস্থিতি দেখামাত্রই হামলা চালায় ভারত
নিউ দিল্লি:

২৪ ঘন্টার মধ্যেই ভারতের হামলার পাল্টা দিল পাকিস্তান।  পাকিস্তানের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষের সময় ভারতের একটি যুদ্ধ বিমানের পাইলট  নিখোঁজ হয়ে যান বলে খবর।  ভারতের বিদেশ মন্ত্রকের তরফে  বলা হয়েছে পাকিস্তান দাবি করেছে ওই পাইলট তাদের জিম্মায় আছে। এই দাবি কতটা  যথার্থ তা খতিয়ে দেখছে ভারত।

এ ভাবে চলতে থাকলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার বা মোদী কারও হাতেই থাকবে নাঃ ইমরান

পড়ুন সম্পূর্ণ বিবৃতিঃ   

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল তা আগেই  জানানো হয়েছে।  জইশ-ই- মহম্মদ   চালাতে পারে এই খবর ভারতের কাছে থাকায় হামলা চালান হয়েছে।  এর  পাল্টা হিসেবে   আজ সকালে আকাশ পথে হামলা চালিয়েছে পাকিস্তান।  কিন্তু ভারতের নিরাপত্তা বাহিনী প্রস্তুত থাকায় পাকিস্তানের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।  লক্ষ্য ছিল ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করা  কিন্তু সেটা ব্যর্থ হয়েছে।

পাকিস্তানের বাহিনীর উপস্থিতি দেখামাত্রই হামলা চালায় ভারত।  পাকিস্তানের  একটি বিমানকে  মাটিতে  অবতরণ করতে বাধ্য  করে ভারতীয় বাহিনী ।  পাকিস্তানের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষের সময় ভারতের একটি যুদ্ধ বিমানের পাইলট  নিখোঁজ হয়ে যান। পাকিস্তান দাবি করেছে ওই পাইলট তাদের জিম্মায় আছে। পরে  অবশ্য  তা স্বীকার করে নেয় ভারত ।          

.