This Article is From Jun 07, 2018

পশ্চিমবঙ্গ সরকারের কাছে দলিত মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব কেন্দ্রের

রাজ্য সরকারের কাছে সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলট, এই মৃত্যুর কারণ জানতে চেয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের কাছে দলিত মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব কেন্দ্রের

গত মাসে পুরুলিয়ায় 18 বছরের এক কিশোরের তার বাড়ির কাছেই একটা গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় (ফাইল চিত্র)

কলকাতা: মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের কাছে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে দলিত মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব করল।

গত মাসে পুরুলিয়ায় 18 বছরের এক কিশোরের তার বাড়ির কাছেই একটা গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বিজেপি দলের সমর্থকরা তাকে নিজেদের দলের সদস্য বলেই দাবী করেছে।

বিজেপি দলনেতা অমিত শাহ এই ঘটনার পর তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দলের বিধান “বামপন্থী শাসকদলের অত্যাচারের মাত্রাকেও ছাড়িয়ে গেছে”।

কলকাতা থেকে প্রায় 295 কিমি. দূরে বলরামপুর গ্রামে মৃত ত্রিলোচন মাহাতোর দেহের পাশে একটা হাতে লেখা বাংলা ভাষার চিঠি পাওয়া গেছে, যেখানে কারো নাম উল্লেখ করা নেই। সেখানে বলা হয়েছে,  সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন চলাকালীন “বিজেপির সঙ্গে কাজ করার শাস্তি”- একজন সিনিয়র রাজ্য পুলিশ আধিকারিক জানিয়েছেন।

তার কয়েক দিনের মধ্যেই পুরুলিয়া জেলার একটা হাই-টেনশন টাওয়ারে আরও একজন 35 বছরের যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায়। সেক্ষেত্রেও স্থানীয় বিজেপি সমর্থকরা মৃত ব্যক্তিকে তাঁদেরই দলের সমর্থক বলে দাবী করেন।

রাজ্য সরকারের কাছে সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলট, এই মৃত্যুর কারণ জানতে চেয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার, শনিবার, দুষ্কৃতি তদন্ত শাখায় এই মৃত্যুর কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.