This Article is From Nov 06, 2018

ডুবন্ত পুতুল ভেবে বাঁচিয়ে মৎস্যজীবি দেখলেন মানব শিশু

পরে বোঝা যায় আসলে একটা ১৮ মাসের শিশু। নাম মালাচি রিভ। সে নিজের বাবা মায়ের তাবুর চেন খুলে বিচসাইড ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্রে চলে গিয়েছিল।

ডুবন্ত পুতুল ভেবে বাঁচিয়ে মৎস্যজীবি দেখলেন মানব শিশু

সকালে মাছ ধরতে যাওয়ার সময়ে গাস হাটের সঙ্গে ঘটনাটি ঘটে

ওয়েলিংটন:

নিউজিল্যান্ডের সমুদ্র থেকে একটি শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেন মৎস্যজীবিরা। ঘটনাটিকে ‘মিরাকুলাস' আখ্যা দিয়েছেন জল-বিশেষজ্ঞেরা। তারা বলেছেন ঘটনাটি যে কোনও সময়ে দুর্ঘটনায় পরিণত হতে পারতো।

গাস হাট সকালে মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। প্লেন্টি সাগরের নর্থ আইল্যান্ডের কাছে তার হঠাৎ মনে হয় একটি পুতুল হাবুডুবু খাচ্ছে। ‘‘ভেবেছিলাম একটা পুতুল।''— হাট হোয়াকাটানে বেক‌নকে বলেন। ঘটনাটি ঘটেছিল ২৬ অক্টোবর। ‘‘আমি এগিয়ে ছেলেটির হাতটা ধরি, তখনও ভেবেছিলাম ওটা পুতুলই। মুখটা পুরো পোর্সেলিনের মতো লাগছিল। ছোট ছোট চুল, তখনই ও একটা হাঁচি দেয়, আর আমি ভাবি সেকি এটা একটা বাচ্চা।''

এর পরে বোঝা যায় আসলে একটা ১৮ মাসের শিশু। নাম মালাচি রিভ। সে নিজের বাবা মায়ের তাবুর চেন খুলে বিচসাইড ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্রে চলে গিয়েছিল। হাট স্থানীয় মানুষ। তিনি বলেন, ‘‘শিশুটি জলের তড়িতের সঙ্গে ভেসে যাচ্ছি‌ল। আর এক মিনিট দেরি হলেই ওকে বাঁচাতে পারতাম না। আসলে ওর এখন যাওয়ার সময় হয়নি। তাই ও রক্ষা পেল। ও খুব ভাগ্যবান।''

মালাচির বাবা মাকে খবর দেওয়া হলে তারা ছুটে আসেন। মা জেসিকা হোয়াইট এসে দেখেন ছেলের শরীর নীলচে হয়ে গিয়েছে ঠান্ডায়। তাকে ছোট্টটি দেখাচ্ছে। এরপরে ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ করা হয়। তারা জানান, শিশুটি সমুদ্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল আগের দিনই। তাই পরের দিন সকালে উঠেই সেখানে যেতে চেয়েছিল।

নিউজিল্যান্ডের ওয়াটার সেফটি চিফ এক্সেকিউটিভ জন্টি মিলস এএফপি-কে বলেন, ‘‘মিলাচির ঘটনাটা যে কোনও মুহূর্তে দুর্ভাগ্যজনক হতে পারতো। গত বছরই কিছু শিশু ডুবে গিয়েছিল। একটা বাচ্চার ডুবে যেতে এক মিনিটও লাগে না। বড়দের প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।''

.