This Article is From Apr 15, 2020

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার মেনে নেওয়া হবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার মেনে নেওয়া হবে না। বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার মেনে নেওয়া হবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইলাইটস

  • বুধবার করোনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী
  • স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতন মেনে নেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী
  • পাশাপাশি জানান, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবারকে সরকারি ফ্ল্যাট দেওয়া হবে
কলকাতা: স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার মেনে নেওয়া হবে না। বুধবার রাজ্যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ। এদিনে বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আরও অনেক কথা বলেন। পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি।

এখানে রইল ১০'টি তথ্য:

  1. সরকারি চিকিৎসক ও নার্সরা টানা সাত দিন কাজ করবেন ও তারপর সাতদিন ছুটি পাবেন।

  2. রাজ্যের সমস্ত জুটমিলগুলি খোলা হবে। তবে দৈনিক ১৫ শতাংশ কর্মী আবর্তনাকারে কাজ করবেন। রাজ্যের ইটভাটাগুলিও খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রেও দৈনিক ১৫ শতাংশ শ্রমিকই কাজ করবেন।

  3. বাংলায় মাত্র দু'টি ল্যাবরেটরি রয়েছে। টেকনিশিয়ানের সংখ্যাও সীমিত। তাই পরীক্ষা কম করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।‘এনআইসিইডি'-এর এক কর্মী করোনা আক্রান্ত হয়েছেন তা জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

  4. কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জুট ব্যাগ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে।

  5. রবি শস্য পরিবহণের জন্য জুট ব্যাগ দ্রুত প্রয়োজন।

  6. বান্দ্রার বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওখানে ট্রেন চলবে এই খবর শ্রমিকদের কে দিয়েছিল। তবে তিনি কেন্দ্র বা মহারাষ্ট্র সরকার কাউকেই দায়ী করেননি। মুখ্যমন্ত্রী বলেন, সকলেই এক অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে পড়েছেন।

  7. পরিযায়ী শ্রমিকদের টাকা পাঠানো হবে।

  8. মাস্ক সকলকেই পরতে হবে। বলার সময় ঘরে কী করে মাস্ক তৈরি করা যায় দেখিয়েও দেন তিনি।

  9. রানাঘাটে এক স্বাস্থ্যকর্মীকে বাড়িতে ঢুকতে না দেওয়ার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার বরদাস্ত করবে না রাজ্য সরকার। স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবারের জন্য সরকারি ফ্ল্যাটের ব্যবস্থার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

  10. তিনি জানান, ‘‘আমরা কোনও রাজনৈতিক ভাইরাস বা সাম্প্রদায়িক ভাইরাসের সঙ্গে লড়ছি না।''



Post a comment
.