This Article is From Dec 20, 2018

কলকাতায় জাপানের বোমা বর্ষণের ঘটনাকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী

সালটা ১৯৪২ । তারিখ  ২০ ডিসেম্বর। কলকাতায় বোমা  বর্ষণ করে  জাপান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে।

Advertisement
অল ইন্ডিয়া Posted by

মুখ্যমন্ত্রী বলেন ,শান্তি থেকেই আসে সমৃদ্ধি।

Highlights

  • কলকাতায় জাপানের বোমা বর্ষণের ঘটনাকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী
  • ১৯৪২ সালের ২০ ডিসেম্বর কলকাতায় বোমা বর্ষণ করে জাপান
  • এত গুলো দশক পার করেও বোমা বর্ষণের স্মৃতি আজও তাজা
কলকাতা:

সালটা ১৯৪২ । তারিখ  ২০ ডিসেম্বর। কলকাতায় বোমা  বর্ষণ করে  জাপান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এত গুলো  দশক পার করেও বোমা বর্ষণের স্মৃতি আজও তাজা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে  পৃথিবীর বিভিন্ন দেশ কীভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা  সকলেই জানে। আর তা থেকেই শিক্ষা নেওয়ার কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ  সকালে টুইট করে মুখ্যমন্ত্রী জানান, ১৯৪২ সালের ২০ ডিসেম্বর জাপানের সেনা বাহিনী কলকাতায় বোমা  বর্ষণ করেছিল। আর বিশ্বযুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছিল তা থেকে  আমাদের শিক্ষা নেওয়া উচিত। শান্তি থেকেই আসে সমৃদ্ধি।

সান্তা সেজে হাসপাতালে ভর্তি শিশুদের মন ভোলালেন বারাক ওবামা

এদিন আরও একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন বৈচিত্রের মধ্যে ঐক্য-ই ভারতের শক্তি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি  করতে চায় এমন শক্তির বিরুদ্ধে রুখে  দাঁড়াতেই হবে। মনে  রাখতে হবে  ভারতীয়  সংস্কৃতি বিশ্বাস করে গোটা বিশ্বই আমাদের পরিবার। আন্তর্জাতিক হিউম্যান সলিডারিটি ডে- তে  এ কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  মমতা আরও  লেখেন, আসুন আমরা সবাই মিলে শপথ করি সমস্ত  বিভেদকামী  শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। প্রতি বছর  ২০ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক হিউম্যান সলিডারিটি ডে।

Advertisement

 

দেখুন ভিডিও :



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement