தமிழில் படிக்க Read in English
This Article is From Jul 14, 2018

শিশু বিক্রির দায়ে অভিযুক্ত সন্ন্যাসিনীর স্বীকারোক্তির ভিডিও প্রকাশ পুলিশের

সিস্টার কোনালিসা এবং অনিমা ইন্দোয়ার, নির্মল হৃদয় আশ্রমের দুই কর্মী, গত সপ্তাহে দত্তক নেওয়ার জন্য শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার হন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই সন্ন্যাসিনী স্বীকার করছেন যে, তিনটি শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছিল।

রাঁচি:

মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনীর বিরুদ্ধে শিশু বিক্রির ভয়ানক অভিযোগ ওঠার পর তাঁর পাশে দাঁড়িয়েছিল রোমান ক্যাথলিক চার্চ। আজ পুলিশ ওই সন্ন্যাসিনীর স্বীকারোক্তির একটি ভিডিও পোস্ট করার ফলে তারা কিঞ্চিৎ বেকায়দায় পড়ে গেল। ওই ছোট্ট ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই সন্ন্যাসিনী, যাঁর নাম, সিস্টার কোনালিসা, তিনি স্বীকার করছেন যে, তিনটি শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছিল। চতুর্থ শিশুটিকে বিনামূল্যে দিয়ে দেওয়া হয় দত্তক নেওয়ার জন্য।

সিস্টার কোনালিসা এবং অনিমা ইন্দোয়ার, নির্মল হৃদয় আশ্রমের দুই কর্মী, গত সপ্তাহে দত্তক নেওয়ার জন্য শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার হন।

রাঁচি শাখার এই শিশু বিক্রির চক্রটি ধরা পড়ার ফলে রাজ্যের আবাসিক হোমগুলোর পরিষেবা প্রশ্নের মুখে পড়ে গেল। বিশেষ করে, যে হোমগুলো পরিচালিত হয় মিশনারিজ অব চ্যারিটির দ্বারা।

Advertisement

চলতি সপ্তাহেই রাঁচির বিশপ থিওডোর মাসক্যারেনহাস নিজের নীরবতা ভেঙে মুখ খোলেন এবং এই ঘটনা নিয়ে চলতে থাকা তদন্ত প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন।

তিনি এনডিটিভিকে বলেন, "পুলিশ অপরাধীদের গ্যাং-এর সঙ্গে যেমন আচরণ করে, ঠিক তেমনটাই এখন করছে মাদার টেরিজার সংগঠনের সঙ্গেও" ।

Advertisement

ওই সন্ন্যাসিনীকে নির্দোষ বলে দাবি করে চার্চের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ চাপ সৃষ্টি করে তাঁর বয়ান আদায় করেছে বলে ওই সন্ন্যাসিনী জানিয়েছিল তাঁর উকিলকে। 

Advertisement