This Article is From Dec 14, 2018

ফের শিশুমৃত্যুকে কেন্দ্র করে ভাংচুর হল শহরের হাসপাতালে

৪ বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ফের হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটে গেল শহরে। গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি।

ফের শিশুমৃত্যুকে কেন্দ্র করে ভাংচুর হল শহরের হাসপাতালে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হয় পুলিশ। 

কলকাতা:

৪ বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ফের হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটে গেল শহরে। গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি। জ্বর অত্যন্ত বেড়ে গিয়ে বিপজ্জনক জায়গায় পৌঁছে যাওয়ার পর তাকে বুধবার রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। সংবাদমাধ্যমকে এ কথা জানান ওই হাসপাতালের চিকিৎকরা। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর সে চিকিৎসায় সাড়া দিচ্ছিল না। সকাল সাতটা কুড়ি নাগাদ মারা যায় শিশুটি। শরীরের মধ্যে সেপটিক হয়ে যাওয়ার ফলেই এই মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক চিকিৎসক জানান, "শিশুটি অসুস্থ হয়ে যাওয়ার পর তার পরিবার তাকে মৌলবীর কাছে নিয়ে যায়। সেখানে কিছু ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। তার ফলেই অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। ওই সময় শিশুটির প্রকৃত চিকিৎসার দরকার ছিল। যা তখন দেওয়া হয়নি"। 

মোদী সরকারের নীতির ওপর মানুষের অবিশ্বাস ও ক্ষোভই হারাল বিজেপিকেঃ ইয়েচুরি

পুলিশ জানায়, তার মৃত্যুর পরই হাসপাতালের সম্পত্তি ভাংচুর করতে শুরু করে ওই শিশুর আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকতে হয় পুলিশ। 

হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করায় কারও বিরুদ্ধে কোনও মামলা হয়নি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.