This Article is From Mar 05, 2019

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসত

অশোকনগরে ওই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ার পর উন্মত্ত জনতা দুটো পুলিশের গাড়ি এবং একটি সরকারি বাসে তুমুল ভাংচুর চালায়।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসত

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সৈফুদ্দিন মণ্ডল। বয়স ৩০ বছর। (ফাইল চিত্র)

বারাসত:

একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে গেল উত্তর ২৪ পরগণার বারাসত। অশোকনগরে ওই পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ার পর উন্মত্ত জনতা দুটো পুলিশের গাড়ি এবং একটি সরকারি বাসে তুমুল ভাংচুর চালায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সৈফুদ্দিন মণ্ডল।

বয়স ৩০ বছর। কামারপুর মোড়ে একটি লরি তাঁর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পরেই উপস্থিত জনতা গাড়ি ভাংচুর করে হাবরা-নৈহাটি রোড অবরোধ করে রাখে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে। এই ভয়াবহ জনরোষ সামলাতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে।

পুলিশ জানিয়েছে, এই ভাংচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট পাঁচজনকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় র্যাফ নামাতে হয় বলে জানায় পুলিশ।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.