This Article is From Sep 20, 2018

বোমাতঙ্ক ছড়ালে কী করতে হবে, মহড়া হয়ে গেল দমদম বিমানবন্দরে

Dumdum airport: বোমাতঙ্ক ছড়ালে কীভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে বিমানবন্দরের দায়িত্বে থাকা প্রত্যেকটি সংস্থার একে অপরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, তারই মহড়া চলল গতকাল।

বোমাতঙ্ক ছড়ালে কী করতে হবে, মহড়া হয়ে গেল দমদম বিমানবন্দরে

Dumdum airport: এই মহড়ার ফলে বিমানবন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড কোনওভাবে ব্যাহত হয়নি।

কলকাতা:

আচমকা যদি খবর পাওয়া যায়, বিমানবন্দরে (Dumdum airport) রয়েছে অতি শক্তিশালী বোমা, তাহলে কী করতে হবে? দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর (Dumdum airport) কর্তৃপক্ষের তরফ থেকে গতকাল এই নিয়েই একটি মহড়ার আয়োজন করা হয়েছিল বলে একটি বিবৃতি দিয়ে জানাল বিমানবন্দর (Dumdum airport) কর্তৃপক্ষ। বোমাতঙ্ক ছড়ালে কীভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে বিমানবন্দরের দায়িত্বে থাকা প্রত্যেকটি সংস্থার একে অপরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, তারই মহড়া চলল গতকাল।

ওই বিবৃতিটিতে জানানো হয়েছে, জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফের পরিচালনায় হওয়া ওই সংশ্লিষ্ট মহড়ার অংশ হিসেবে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল থেকে সকল কর্মচারী ও যাত্রীদের ‘বের’ করে দেওয়া হয়।

এই অনুশীলনের অংশ হিসেবেই সিআইএসএফ কর্মীরা এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে বিমানবন্দরে বিস্ফোরকের ‘সন্ধান’ করতে আরম্ভ করেন।

যদিও, এই মহড়ার ফলে বিমানবন্দরের স্বাভাবিক কর্মকাণ্ড যে কোনওভাবে ব্যাহত হয়নি, সেটিও জানানো হয়েছে বিবৃতিটিতে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.