This Article is From Nov 04, 2018

প্রধানমন্ত্রী অদক্ষ, ক্ষমতা কুক্ষিগত করে রাখেন দাবি শশী থারুরের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অদক্ষ বললেন  কংগ্রেস সাংসদ শশী থারুর। তুললেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ।

প্রধানমন্ত্রী  অদক্ষ, ক্ষমতা কুক্ষিগত করে রাখেন দাবি শশী থারুরের

থারুর মনে করেন দলের কর্মীদের মধ্যেও রাহুলের জনপ্রিয়তা রয়েছে।

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অদক্ষ বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর
  • য় এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন শশী
  • অসমে পাঁচ বাঙালিকে হত্যার নিন্দাও করেন প্রাক্তন বিদেশমন্ত্রী
কলকাতা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অদক্ষ বললেন  কংগ্রেস সাংসদ শশী থারুর। তুললেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ। তাঁর মতে অতীত দিনের সরকার গুলির সঙ্গে বর্তমান সরকারের একটি পার্থক্য আছে। তা হল এই মোদী সরকার) সরকার একজনের দ্বারা পরিচালিত। তিনিই সব। তাঁর ভাবখানা এমন যেন সব প্রশ্নের  উত্তর তাঁর জানা আছে। মোদী এই মানসিকতা নিয়ে দেশ পরিচালনা  করেন। কিন্তু বিকল্প ব্যবস্থা হল সকলকে একসঙ্গে  নিয়ে চলা। সেখানে কিছু মানুষ একত্রিত হবেন। প্রথমেই তাঁরা বলে নেবেন, সব প্রশ্নের  উত্তর আমাদের জানা নেই। কিন্তু কার কাছে কী প্রশ্ন আছে সেটা আমরা জানতে চাইব। তারপর অভিজ্ঞ, যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সাহায্যে  প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।   কলকাতায় এসে  শনিবার  একটি বণিক সভার অনুষ্ঠানে যোগ দেন তিরুঅন্তপুরমের এই কংগ্রেস  সাংসদ। এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রীকে  নিশানা  করেছেন শশী। মাত্র কয়েকদিন আগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি প্রসঙ্গে মোদীকে  নিশানা করেন শশী। তাঁর প্রশ্ন প্যাটেল গান্ধিজির শিস্য ছিলেন। তাই গান্ধিকে বাদ দিয়ে  প্যাটেলের বিরাট মূর্তি  নির্মাণের যুক্তি কী? তাছাড়া আরও কয়েকদিন আগে বেঙ্গালুরুর অনুষ্ঠানে গিয়ে থারুর বলেন আরএসএসের কাছে মোদী  শিবলিঙ্গে বিছের মতো। এবার আবার  প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ।                                                                                                    

এদিনের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থেকে শুরু করে লোকসভা নির্বাচনে জোট প্রসঙ্গ নিয়েও মত প্রকাশ করেন থারুর। তাঁর মতে  রাহুলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সমস্ত  প্রশ্নচিহ্নের উপরে। শুধু তাই নয় থারুর মনে করেন দলের কর্মীদের মধ্যেও রাহুলের জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া বিজেপি বিরোধী দল গুলির সঙ্গে  জোট  করার ব্যাপারে  সাংসদ  বলেন বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচনের পর সহমতির ভিত্তিতে প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত হবে  বলে। অন্য একটি  প্রসঙ্গে অসমে পাঁচ বাঙালিকে হত্যার নিন্দাও করেন থারুর।                                            

.