Read in English
This Article is From Sep 17, 2019

“বিভিন্ন বিষয় তুলে ধরব...” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনের পর, এই প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

বিভিন্ন বিষয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল)

কলকাতা:

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Minister Narendra) সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। সেই বৈঠকে রাজ্যের নাম বদল করাসহ একাধিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদসংস্থা পিটিআই, মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, “আমি খুব কমই দিল্লি যাই। এবার আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের জন্য বকেয়া অর্থের বিষয়ে কথা বলতে। আমি অবশ্য পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টিও তুলে ধরব”। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদল করে বাংলা রাখতে চায় তৃণমূল কংগ্রেস সরকার। বাজেট অধিবেশনে, রাজ্যের নাম বদলের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল, যদিও কেন্দ্রের করফে এখনও কিছু জানানো হয়নি।

সাতসকালেই টুইটে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি রওনা হওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি ব্যাঙ্কগুলিকে একছাতার তলায় আনা, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেলের মতো যে সমস্ত বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সেগুলিতেও আলোচনা হবে। তাঁরা (এই সমস্ত বিভাগের কর্মী) কোথাও যেতে পারবেন না, আমাদের কাছেই আসবেন”।

Advertisement

লোকসভা নির্বাচনের পর, এই প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮-এ শান্তিনিকেতনে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শেষবার মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের চিটফান্ডগুলিতে সিবিআই তদন্তসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

PM Modi Birthday: জন্মদিনে মায়ের কাছে প্রধানমন্ত্রী, চাইলেন আশীর্বাদ

সম্প্রতি, বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী, নয়া ট্রাফিক আইন,নাগরকি তালিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছেন, কোনওটাই রাজ্যে কার্যকর করা হবে না।

Advertisement

লোকসভা নির্বাচনের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী মোদিকে “গণতন্ত্রের কড়া থাপ্পর মারতে” চান তিনি। রাজ্যে একটি সভায় তিনি বলেন, “আমার কাছে অর্থ কোনও বিষয় নয়। সেই কারণেই, যখন নরেন্দ্র মোদি রাজ্যে আসেন, এবং আমার দলকে তোলাবাজ বলে কটাক্ষ করেন, আমি তাঁকে গণতন্ত্রের কড়া থাপ্পর মারতে চাই”।

মে তে শেষ হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে ফুটেছে পদ্মফুল।

Advertisement

জন্মদিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে জন্মদিনের শুভেচ্ছা”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement