This Article is From Sep 09, 2018

Modi shah speaks: 50 বছর ক্ষমতায় থাকবে বিজেপি, দলীয় সভায় বললেন অমিত, দশটি পয়েন্ট

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে দলকে চাঙ্গা করার পাশাপাশি বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ।

Modi shah speaks:অটলবিহারি বাজপেয়ীর মৃত্যুর পর এটাই প্রথম  কর্মসমিতির বৈঠক।        

হাইলাইটস

  • দলীয় সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেন মোদী-শাহ
  • সমস্ত বুথে জিততে হবে, দলকে বার্তা প্রধানমন্ত্রীর
  • একে অপরকে সহ্য করতে না পারা দলই এখন কোলাকুলি করছে, : মোদী
নিউ দিল্লি: বিজেপি সভাপতি বলেন, আগামী 50 বছর আমরা ক্ষমতায় থাকব। অন্যদিকে মোদী বলেন, দেশের সমস্ত বুথেই জিততে হবে বিজেপিকে। বৈঠক শেষ হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ কথাই জানিয়েছেন। আগামী বছর লোকসভা নির্বাচন হবে। তারও আগে হবে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তাই এই বৈঠক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ।

10 টি গুরুত্বপূর্ণ তথ্য

  1.  প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে রবিশঙ্কর বলেন, কংগ্রেস 48 বছরে যে কাজ করেছে সেটার সঙ্গে বিজেপির 48 মাসের কাজের তুলনা হতে পারে।
     

  2. একইভাবে রবিশঙ্কর জানান বৈঠকে অমিত শাহ বলেছেন তাঁরা আরও  50  বছর ক্ষমতায় থাকবেন। 
     

  3. বিজেপির  টানা  দ্বিতীয় বার নির্বাচনে জেতা নিশ্চিত বলে মনে করেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। তাঁর মতে  বিরোধীদের নেতা, নীতি বা রণনীতি- কোনওটাই নেই। 
     

  4. এই কেন্দ্রীয় মন্ত্রীর মতে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি আছে, কাজ করার ইচ্ছা আছে এমনকী কল্পনাশক্তিওও আছে । আর তাই  চার বছর পদে থাকার পরও  তাঁর জনপ্রিয়তা 70 শতাংশ। 
     

  5. তবে  অন্য বিষয় কথা বললেও পেট্রল এবং ডিজলের দাম বাড়া নিয়ে মন্তব্য করেননি জাভরেকর। এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে তিনি বলেন, ইউপিএ আমলে মুদ্রাস্ফিতির হার ছিল  10 শতাংশ । এখন  সেটা কমে অর্ধেক হয়েছে। 
     

  6. রাজস্থান, মধ্যপ্রদেশ,  এবং ছত্তিশগড়ের নির্বাচনের আগে এই বৈঠক হল। আগের বৈঠক হয়েছিল বছর খানেক আগে।
     

  7. সভার  উদ্বোধন করে বক্তব্য পেশ করেন বিজেপি সভাপতি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যারা খুনের ছক করেছে তাদের সাহায্য করছে শহুরে নকশালরা। 
     

  8. বিজেপি সভাপতিকে উদ্ধৃত করে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, পুণের ভীমা কোরেগাঁও-র সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের প্রসংসা করেছেন অমিত।
     

  9. 2022 সালে নতুন ভারত গড়ার রাজনৈতিক শপথ নেন বিজেপি কর্মীরা। সেই প্রস্তাব পেশ করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের প্রাক্তন সভাপতি রাজনাথ সিং। 
     

  10. অটলবিহারি বাজপেয়ীর মৃত্যুর পর এটাই প্রথম  কর্মসমিতির বৈঠক।        



Post a comment
.