This Article is From Jan 10, 2020

রামকৃষ্ণ মিশনের সঙ্গে পুরনো সম্পর্ক দৃঢ় করতে বেলুড় মঠে যাবেন মোদি

Belur Math: বরাবরই রামকৃষ্ণ মিশনের সঙ্গে ভাল সম্পর্ক নরেন্দ্র মোদি, কলকাতায় এলেই তিনি বেলুড় মঠে যাওয়ার চেষ্টা করেন

রামকৃষ্ণ মিশনের সঙ্গে পুরনো সম্পর্ক দৃঢ় করতে বেলুড় মঠে যাবেন মোদি

West Bengal: বেলুড় মঠে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

হাইলাইটস

  • ২ দিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি
  • কলকাতার পাশাপাশি হাওড়া জেলাতেও যাবেন তিনি
  • বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
কলকাতা:

শনিবার দু'দিনের সফরে এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় আসার পাশাপাশি পাশের জেলা হাওড়াতেও যাবেন তিনি (Narendra Modi), কেননা রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠেও (Belur Math) যাওয়ার কথা রয়েছে তাঁর। সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যে এসে (West Bengal) প্রথমে হাওড়া জেলার দু'টি কর্মসূচিতে অংশ নেবেন মোদি । তারপর সন্ধের দিকে রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে। শনি ও রবিবার কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদি, মূলত আগামী ১২ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতেই শহরে আসছেন তিনি। তবে মূল কর্মসূচির পাশাপাশি বেলুড় মঠে যাওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহী মোদি। বরাবরই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ রয়েছে। ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ নিজে এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ফিরে দেখলে দেখা যাবে স্বামী বিবেকানন্দের শিক্ষায় অনুপ্রাণিত কিশোর মোদি সেই সময় গুজরাটের রাজকোট শাখায় মিশনের আশ্রমে যেতেন। সেই সময় মোদি সন্ন্যাস নেবেন বলেও ঠিক করেন। কিন্তু সেই সময় ১৯৬৬ সালে ওই আশ্রমের রাজকোট শাখার প্রধান, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) পঞ্চদশ সভাপতি হয়েছিলেন সেই স্বামী আত্মস্থানন্দ তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে সন্ন্যাস তাঁর জন্যে নয়। তিনিই বলেন, তাঁর উচিত জনগণের মধ্যে থেকে মানুষের জন্যে কাজ করা, নির্জনে থেকে নয়।

পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে যোগ দিতে শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী মোদি

সেই দিনগুলিতে, মোদি নিয়মিত স্বামী আত্মস্থানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতেন এবং তাঁর কাছে আধ্যাত্মিক পাঠ নিতে চেয়েছিলেন। পরবর্তীকালে যদিও মোদি কিছুটা সময় সেখানে কাটিয়ে ফিরে এসেছিলেন, তবে স্বামী আত্মস্থানন্দ এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাঁর সম্পর্ক অক্ষুণ্ণ ছিল। মোদি যখনই কলকাতায় যেতেন, এমনকি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও সময় পেলেই তিনি রামকৃষ্ণ মিশনে ঘুরে যেতেন। ২০১৩ সালে, বেলুড় মঠ সফরে এসে রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামী আত্মস্থানন্দের কাছ থেকে আশীর্বাদ চেয়েছিলেন তিনি।

পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি, কথা বলতে রাজভবনে যেতে পারে বিজেপি

২০১৫ সালে, প্রধানমন্ত্রী হিসাবে কলকাতায় এসে, মোদি দক্ষিণ কলকাতায় মিশন পরিচালিত একটি হাসপাতাল চিকিৎসাধীন থাকা অসুস্থ স্বামী আত্মস্থানন্দের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। ২০১৩ সালে আত্মস্থানন্দের প্রয়াণের পরে প্রধানমন্ত্রী মোদি ওই ঘটনাকে  "ব্যক্তিগত ক্ষতি" হিসাবেও উল্লেখ করেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.