This Article is From Jul 20, 2018

চার বছরে 1484 কোটি টাকা খরচ হয়েছে মোদীর বিদেশ সফরে, জানাল কেন্দ্র

প্রধানমন্ত্রীর পদে বসার কয়েকদিনের মধ্যেই জুন মাসে ভূটান সফর দিয়ে শুরু হয় মোদীর বিদেশ যাত্রা

চার বছরে 1484 কোটি টাকা খরচ হয়েছে মোদীর বিদেশ সফরে, জানাল কেন্দ্র

গত চার বছরে 42’টি বিদেশ সফরে 84’টি দেশে গিয়েছেন মোদী

নিউ দিল্লি:

1484 কোটি টাকা! সরকারি হিসাব অনুযায়ী, 2014 সালের জুন মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 84’টি বিদেশ সফরে চার্টার্ড বিমান, বিমানের রক্ষণাবেক্ষ এবং হটলাইনের সুযোগ-সুবিধার জন্য মোট খরচ হয়েছে এত টাকাই।

বৈদেশিক বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ গতকাল রাজ্যসভায় এই হিসাব দেন।

তথ্য অনুযায়ী, মোট 1088.42 কোটি টাকা খরচ করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এবং 387.26 কোটি টাকা ব্যয় করা হয়েছে 2014 সালের 15 জুন থেকে 2018 সালের 10 জুন পর্যন্ত মোদীর বিদেশ সফরের জন্য।

হটলাইন পরিষেবায় খরচ হয়েছে 9.12 কোটি টাকা।

গত চার বছরে 42’টি বিদেশ সফরে 84’টি দেশে গিয়েছেন মোদী।

ভি কে সিংহের দেওয়া হিসাবে অবশ্য 2017-18 এবং 2018-19 মরশুমে মোদীর বিদেশ সফরের সময় হটলাইন পরিষেবার মোট খরচ বাদ রাখা হয়েছে। 2018-19 মরশুমে চার্টার্ড বিমানে কত খরচ হয়েছে, হিসাব থেকে বাদ রাখা হয়েছে সেই তথ্যও।

ভি কে সিংহ জানান, 2015-16 মরশুমে সবথেকে বেশি দেশে গিয়েছেন নরেন্দ্র মোদী। 24’টি দেশে গিয়েছিলেন তিনি। 2016-17  মরশুমে গিয়েছিলেন 18’টি দেশে। 2017-18 মরশুমে গিয়েছিলেন 19’টি দেশে। 2014-15 মরশুমে, প্রধানমন্ত্রীর পদে বসার কয়েকদিনের মধ্যেই জুন মাসে ভূটান সফর দিয়ে শুরু হয় মোদীর বিদেশ যাত্রা। ওই মরশুমে 13’টি দেশে গিয়েছিলেন তিনি। 2018 সালের প্রথমার্ধ্বে, এখনও পর্যন্ত, গত মাসের চিন সফরটিকে ধরলে 10’টি দেশে গিয়েছেন তিনি।

চার্টার্ড বিমানের জন্য মোট  খরচ 2014-15 মরশুমে পড়েছিল 93.76 কোটি টাকা, 2015-16 মরশুমে পড়েছিল 117 কোটি টাকা, 2016-17 মরশুমে পড়েছিল 76.27 কোটি টাকা এবং 2017-18 মরশুমে পড়েছিল 99.32 কোটি টাকা।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.