মোদী দাবি করেন, এনডিএ-র জয় দেখিয়ে দিয়েছে ভারতের গণতন্ত্র দিন দিন কত পরিণত হয়ে উঠছে।
নিউ দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নতুন স্লোগান ‘নারা' (Nara)। ‘ন্যাশনাল অ্যাম্বিশন' (জাতীয় লক্ষ্য) ও ‘রিজিওনাল অ্যাসপিরেশন' (আঞ্চলিক আকাঙ্ক্ষা), এই দুই শব্দবন্ধের প্রথম অক্ষরগুলি পাশাপাশি রেখে এই শব্দটি তৈরি করা হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha election 2019) বিপুল ভোট জয়লাভ করে ক্ষমতায় এসেছে এনডিএ (NDA)। তারপরই আগামী রাজনৈতিক কৌশল হিসেবে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, হিন্দিতে ‘নারা' শব্দের অর্থ স্লোগান। আজ সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র নেতা হিসেবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘এনডিএ-র এনার্জি (শক্তি)'আছে, সিনার্জি (সম্মিলিত শক্তি)-ও আছে। দু'টিকে একসঙ্গে রাখুন, আমরা হয়ে যাব ‘নারা'। এটা নিয়েই আমরা এগিয়ে যাব।'' আগামি সপ্তাহে দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ নেবেন মোদী।
ভোট ব্যাঙ্কের রাজনীতির নামে সংখ্যালঘুদের ঠকানো হয়েছেঃ মোদী
মোদী বলেন, বিজেপির নেতৃত্বাধীন এই জোটের জয় দেখিয়ে দিয়েছে ভারত একে উন্নয়নের শক্তি হিসেবে চিহ্নিত করেছে। এবং আজ তাদের কোনও প্রত্যয়যোগ্য প্রতিপক্ষ নেই। আবেগবিহ্বল এনডিএ নেতাদের সামনে তিনি বলেন, ‘‘আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল মোদীর চ্যালেঞ্জার হিসেবে আমি কাউকে দেখতে পাচ্ছি কিনা। আমি তাঁকে বলেছিলাম, মোদীই মোদীর চ্যালেঞ্জার।''
এবারের লোকসভা নির্বাচনে (Election 2019) ৩৫২ আসন পেয়েছে বিজেপি, যেখানে ২৭২ ন্যূনতম আসন পেলেই নতুন সরকার গঠন করা যায়। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ৩০৩টি আসন পেয়েছে। ২০১৪-র থেকেও ২১টি বেশি। এদিকে কংগ্রেসের জোটকে সাকুল্যে ৯১টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এনডিএ ২০১৪-র রেকর্ডকেও ভেঙে দিতে পেরেছে, তার একমাত্র কারণ এই সরকারের প্রতি মানুষের বিশ্বাস। তিনি বলেন, ‘‘এভাবে মানুষের ভোট দেওয়া এই প্রথম। তাঁরা আমাদের গ্রহণ করেছেন আমাদের কাজ দেখেই। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যত ভোটে (২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন) জিতেছিলেন সেই সংখ্যাটা আমরা গত লোকসভা নির্বাচনের থেকে এবার যত ভোট বেশি পেয়েছি তার সমান।'' একথা বলতে গিয়ে মোদীকে হেসে ফেলতে দেখা যায়।
অমেঠীতে স্মৃতি ইরানির হয়ে প্রচারে অংশ নেওয়া বিজেপি কর্মী গুলিতে নিহত
মোদী দাবি করেন, এনডিএ-র জয় দেখিয়ে দিয়েছে ভারতের গণতন্ত্র দিন দিন কত পরিণত হয়ে উঠছে। তিনি বলেন, ‘‘কেবল ভারত নয়, সারা দেশে ছড়িয়ে থাকা ভারতীয়রা... তারা যেভাবে নিজেদের যুক্ত করেছেন এই প্রক্রিয়ায় সেটা সত্যিই দারুণ ব্যাপার। আমরা গর্বিত। এবং আমি তাঁদের ধন্যবাদ জানাই।''
এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রী বারবার গরিব ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা বলেন। তিনি বলেন, ‘‘দেশের গায়ে লেগে থাকা এই ‘গরিবি'র ছাপ দ্রুত সরিয়ে নিতে হবে। এমনকী, সংখ্যালঘুদেরও দূরে সরিয়ে রেখে দেওয়া হয় এবং কেবল নির্বাচনের সময় ব্যবহার করা হয়। কিন্তু আমরা বিশ্বাস করি ‘সবকা সাথ, সবকা বিকাশ'। আমাদের যাঁরা ভোট দিয়েছেন তাঁরা আমাদের। আর যাঁরা আমাদের বিরোধিতা করেছেন তাঁরাও আমাদেরই।''