This Article is From Mar 02, 2020

শতবর্ষে ‘বঙ্গবন্ধু’, বেনাপোলে মুজিব স্মরণে ‘মৈত্রী’ যাত্রায় ভারত-বাংলাদেশ

দুই বাংলার পরম শ্রদ্ধেয় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ১৭ মার্চ। সেই উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ আয়োজন করেছে ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মোটরিং ড্রাইভ ২০২০, মৈত্রী।

শতবর্ষে ‘বঙ্গবন্ধু’, বেনাপোলে মুজিব স্মরণে ‘মৈত্রী’ যাত্রায় ভারত-বাংলাদেশ

'বঙ্গবন্ধু' স্মরণে ফের একাকার ভারত-বাংলাদেশ

হাইলাইটস

  • চলতি বছরে জন্ম শতবর্ষ শেখ মুজিবর রহমানের
  • সেই উপলক্ষ্যে যৌথ র্যালির আয়োজক ভারত-বাংলাদেশ
  • পাশাপাশি, গুরুত্ব দেওয়া হচ্ছে পথ নিরাপত্তাকেও

সন ২০২০ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের জন্ম শতবর্ষের (Birth Centenary) সাক্ষী। কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সেতার বাদক পণ্ডিত রবি শংকর, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের মতোই এবছর শতবর্ষ বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং সেদেশের প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman)। ভাষা আন্দোলের সময় যাঁর বিদ্রোহ সত্ত্বা দুই দেশে ছড়িয়ে পড়েছিল একটি মাত্র উক্তিতে, ‘তোমরা আমারে দাবায়ে রাখতে পারবা না।' দুই বাংলার পরম শ্রদ্ধেয় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ১৭ মার্চ। সেই উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ আয়োজন করেছে ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মোটরিং ড্রাইভ ২০২০, (Indo-Bangladesh Friendship Motoring Drive 2020) মৈত্রী (MOITRI)। যার শুভ সূচনা হল ১ মার্চ, দুই দেশের সীমান্ত সংলগ্ন এলাকা বেনাপোলে।

তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা'

গাড়ির গায়ে দুই দেশের পতাকার রং জ্বলজ্বল করছে। শুধু রাজনৈতিক-বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক নয়, মানবতার বন্ধনেও যাতে এক হয় গঙ্গা-পদ্মা তার জন্যেই এই আয়োজন, জানিয়েছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সচিব মহ. মোখাফ্ফারুল ইকবাল অবং ইন্ডিয়ান অটো মোবাইল অ্যাসোশিয়েশনের সম্পাদক সিমরান ভির্ক। পতাকা উড়িয়ে যাত্রার শুভসূচনা করেন ‘দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার চেয়ারম্যান মিলন মুখোপাধ্যায়।

সন্তানের জন্য বেবি কট নিয়ে অপেক্ষায় কোয়েল?

বনগাঁ থেকে ২১ টি গাড়ি নিয়ে ওই র‌্যালি বেনাপোল সীমান্ত পেরিয়ে প্রবেশ করে বাংলাদেশে। যাত্রা শেষ হবে ৭ মার্চ শিলিগুড়িতে। মোট ২ হাজার কিলোমিটার রাস্তা চলে গাড়ি ছুঁয়ে যাবে যশোর-ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম-কক্সবাজার-ময়মনসিংহ-রংপুর। ২ মার্চ ধানমণ্ডির বঙ্গবন্ধু স্টেডিয়ামে পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় শেখ মুজিবর রহমানকে। অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। যার আয়োজক দুই দেশ। পাশাপাশি, এফআইএ'র পথ নিরাপত্তার সঙ্গে সারা বিশ্বের সেফ ড্রাইভ সেভ লাইফ-কেই প্রাধান্য দিতে চলেছে এই র‌্যালি। কারণ, সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারায় ৫০০ শিশু সহ ৩৫০০ জন---জানান পূর্ব ভারত অটোমোবাইল অ্যাসোসিয়েশনের প্রধান মদন মিত্র।  

.