This Article is From Jun 11, 2020

"তিন বছর আগেই সেরেছি বিয়ে"; বলিউডকে বিস্মিত করে অকপট মোনালি ঠাকুর

কীভাবে মাইকের সঙ্গে পরিচয়? এই প্রশ্নের জবাবে মোনালি বলেছেন; আমাদের সুইৎজারল্যান্ডে পরিচয় হয়।

মোনালি ঠাকুর।

হাইলাইটস

  • তিন বছর আগে বিয়ে সেরেছেন মোনালি ঠাকুর। সাম্প্রতিক সাক্ষাৎকারে অকপট
  • সুইৎজারল্যান্ডের প্রেমিকের সঙ্গে ২০১৭ সালে বিয়ে করেন তিনি
  • এতদিন কেন চুপ ছিলেন? তিনি জানিয়েছেন সেই কারণও
মুম্বই:

লক্ষ-কোটি অনুরাগীর হৃদয় ভেঙে নিজের বিয়ের প্রসঙ্গ প্রকাশ্য আনলেন মোনালি ঠাকুর (Singer Monali Thakur wedding)। তিন বছর আগেই প্রেমিক মাইক রিচারকে (Married to boyfriend) বিয়ে করেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ছিলেন মোনালি।

তিনি বলেন, "আমার বিয়ের খবর শুনলে সহকর্মীরা বিস্মিত হতেন। তাই এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু মনে হল এবার বলার সময় এসেছে। জীবনের এমন একটা সিদ্ধান্ত বন্ধুদের না জানিয়েই নিয়েছি। ওরা খুব কষ্ট পাবে।"

তিনি বলেছেন; "আমি জানি এই খবর প্রকাশিত হলে আমি খুব গালাগাল খাবো। কিন্তু আমরা বড় করে রিসেপশন পরিকল্পনা করেছি। সেখানে যখন সবাই আবার মিলিত হবো, সব অভিমান নষ্ট হয়ে যাবে।" এদিকে; কীভাবে মাইকের সঙ্গে পরিচয়? এই প্রশ্নের জবাবে মোনালি বলেছেন; আমাদের সুইৎজারল্যান্ডে পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব। দুই পরিবারের মধ্যে যাতায়াত বাড়ে। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে। ২০১৬ সালে ও আমাকে প্রপোজ করে। আর ২০১৭-তে বিয়ে করি।"

.