গত মাসেই কলকাতায় বিরোধী নেতাদের নিয়ে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কানপুর: সোমবারের প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, মঙ্গলবার প্রধানমন্ত্রী অখিলেশ যাদব। লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বুধবার উত্তরপ্রদেশের কানপুরের কর্মিসভায় বিজেপি সভাপতি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী সম্পর্কে আমরা পরিস্কার...আমাদের পছন্দ নরেন্দ্র মোদী, আপনাদের কে”। দলীয় কর্মীদের উদ্দ্যেশ্যে বিজেপি সভাপতি বলেন, “মহাজোট ক্ষমতায় এলে কী হবে আপনাদের বলছি”। এরপরেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ৬ জনের নাম তুলে ধরেন তিনি।
অমিত শাহ'র সভার পর সংঘর্ষ, আপনার দলকে সামলান, মমতাকে বললেন ক্ষুব্ধ রাজনাথ
এরপরেই তিনি বলেন, “সোমবার হবেন বহেনজী(বিএসপি সুপ্রিমো মায়াবতী)। মঙ্গলবার হবেন অখিলেশ যাদব। বুধবার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়(বাংলার মুখ্যমন্ত্রী)। বৃহস্পতিবার হবেন শরদ পাওয়ার। শুক্রবার হবেন দেবগৌড়া, শনিবার হবেন মহম্মদ সেলিম। এবং রবিবার ঘুমাতে যাবে দেশ”।
বিজেপি সভাপতি আরও বলেন, “তাঁরা জানেনই না, তাঁদের নেতা কে, এই জোট দেশের ভাল করতে পারবে না।কেবলমাত্র মোদীজীর মতো ৫৬-ইঞ্চির ছাতির একজন মানুষ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন”।
রাহুল-প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে নতুন কোডের ব্যবহার করলেন বিজেপি সভাপতি
ব্রিগেডে ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সভার পরে একই প্রসঙ্গ অন্যভাবে তুলে ধরেছিলেন বিজেপি সভাপতি। তাঁর কটাক্ষ, “ সভায় ২৩ টি দল, ৯ জন প্রধানমন্ত্রী পদপ্রার্থী”।
লোকসভা নির্বাচনের আগে দলের বুথ লেভেল কর্মীদের চাঙ্গা করতে আয়োজন করা হয় “ত্রিশক্তি সম্মেলন”। সেখানেই বক্তব্য রাখছিলেন বিজেপি সভাপতি।