This Article is From Mar 17, 2020

Viral Video: মাঝরাস্তায় গোখরোর সঙ্গে বেজির লড়াই দেখে স্তম্ভিত নেটিজেনরা

গা শিরশিরে ভিডিওটিতে দেখা গিয়েছে গোখরোটি কীভাবে বিদ্যুদ্বেগে ছোবল মারতে উদ্যত হচ্ছে বেজিকে।

Viral Video: মাঝরাস্তায় গোখরোর সঙ্গে বেজির লড়াই দেখে স্তম্ভিত নেটিজেনরা

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাপ ও বেজির দুরন্ত লড়াই।

হাইলাইটস

  • একদিনের মধ্যে ১৮,০০০ বার দেখা হয়েছে ভিডিওটি
  • তবে এই ভিডিওটি নতুন নয়
  • পাঁচ বছর আগে অনলাইনে ইউটিউবে ৬০ লক্ষ বার দেখা হয়েছিল ভিডিওটি

রাস্তার মাঝপথে গোখরোর সঙ্গে বেজির (Mongoose Vs Cobra) লড়াই। সেই দুরন্ত লড়াইয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়। টুইটারে সোমবার ভিডিওটি শেয়ার করেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ। সেই সঙ্গে তিনি লেখেন, ‘‘পশুরা সাপকে মারতে যাওয়াটা আত্মহত্যারই সামিল। কিন্তু বেজিদের নিজস্ব কৌশল রয়েছে লক্ষ লক্ষ বছরের। ওরা সাপের বিষ হজম করতে পারে।'' তিনি আরও লেখেন, বেজিরা তাদের শক্ত চোয়ালের সাহায্যে সহজেই গোখরোর মতো বিষধরকেও কাবু করতে পারে।

গা শিরশিরে ভিডিওটিতে দেখা গিয়েছে গোখরোটি কীভাবে বিদ্যুদ্বেগে ছোবল মারতে উদ্যত হচ্ছে বেজিকে। কিন্তু বেজিটিও চকিতে স্থানান্তরে সরে গিয়ে নিজেকে রক্ষা করছে তৎপরতার সঙ্গে।

দেখে নিন সেই ভিডিও। জেনে নিন কে জিতল:

ভিডিওটি শেয়ার করার একদিনের মধ্যে ১৮,০০০ বার সেটি দেখা হয়েছে। বহু নেটিজেন সেটি দেখে তাঁদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

তবে এই ভিডিওটি নতুন নয়। অনলাইনে এটির দেখা মিলেচিল পাঁচ বছর আগে। সেই সময় ইউটিউবে ৬০ লক্ষ বার দেখা হয়েছিল সেটি!

সাপের সঙ্গে বেজির লড়াইয়ের অন্য ভিডিওগুলিও জনপ্রিয় হয়। গত বছর সুশান্ত নন্দই একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানেও দেখা গিয়েছিল সাপ-বেজির দুরন্ত লড়াইয়ের দৃশ্য। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল প্রবল ভাবে। 

Click for more trending news


.