ভারতে ঢুকে পড়ল বর্ষাকাল। আজ, ১ জুন কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলের আকাশে ঢুকে পড়েছে।"
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মানেই দেশে বর্ষার আগমন। এই দেশের কৃষিনির্ভর অর্থনীতি সম্পূর্ণ নির্ভরশীল বর্ষার জলের উপরেই। প্রথমে জুনের প্রথম সপ্তাহে কেরলের দক্ষিণ প্রান্তে প্রবেশ করে এই বায়ু এবং সেপ্টেম্বরে রাজস্থান থেকে ফিরে যেতে থাকে।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বর্ষাকালে দেশে ৭৫ শতাংশ বৃষ্টিপাত হয়।
শনিবার, বেসরকারি আবহাওয়ার পূর্বাভাসকারী সংস্থা স্কাইমেট বর্ষার আগমনের ঘোষণা করে। তবে ভারতীয় আবহাওয়া দফতর ভিন্ন মত পোষণ করেছিল। আইএমডির মতে, বর্ষার আগমনের ঘোষণার জন্য তখনও পরিস্থিতি প্রস্তুত ছিল না।