Read in English
This Article is From Jul 23, 2020

শনিবার পর্যন্ত দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! বাড়তে পারে তিস্তার জল

গত বৃহস্পতিবার পর্যন্ত বারাকপুরে ৬৪.৮ মিমি, দমদম ও কলকাতায় ৫৬.২ মিমি ও ৫৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

ফাইল ছবি।

কলকাতা:

শুক্রবার অবধি ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে (Rainfall In Bengal)। বৃহস্পতিবার এই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (MET)। জানা গিয়েছে, দুই বঙ্গেই সক্রিয় মৌসুমি বায়ু (S-W monsoon in Bengal)। সেই সক্রিয়তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামি ২৮ জুলাই অবধি চলবে এই বৃষ্টিপাত। উত্তরবঙ্গের (North Bengal) তিস্তা-সহ কালজানি ও মানসাই নদীতে জল বাড়ার সম্ভাবনা। নদী তীরবর্তী এলাকায় মানুষদের নিরাপদে সরাতে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।

দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও দুই মেদিনীপুরে শনিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গত বৃহস্পতিবার পর্যন্ত বারাকপুরে ৬৪.৮ মিমি, দমদম ও কলকাতায় ৫৬.২ মিমি ও ৫৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। বর্ধমান ও সল্টলেকে ৫৫.৪ মিমি এবং ৪৪.৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement