নির্ধারিত সময়ের ৪ দিন বাদে ভারতে ঢোকার সম্ভাবনা মৌসুমি বায়ুর।
নয়া দিল্লি: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Depression), অতিগভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আগামী ৩৬-৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm over Bay of Bengal) রূপান্তরিত হতে পারে সেই নিম্নচাপ। শুক্রবার এমন ইঙ্গিত দিল কেন্দ্রীয় হাওয়া অফিস বা আইএমডি। এদিকে আইএমডি (IMD) সূত্রে খবর, চলতি বছর বর্ষা নির্ধারিত সময়ের ৪ দিন পরে কেরল উপকূলে ঢুকতে পারে। পয়লা জুনের বদলে ৫ জুন কেরল হয়ে ভারতে প্রবেশ করবে বর্ষা এমনটাই ইঙ্গিত। তবে এবছর জুন-সেপ্টেম্বর, টানা ৪ বছর স্বাভাবিক বর্ষার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। আর এই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিয়েছে কৃষি মন্ত্রককে। স্বাভাবিক বর্ষা মানে পর্যাপ্ত কৃষিকাজ। যার ওপর ভর করে, সংক্রমণের জেরে ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা চাঙ্গা কড়া সম্ভব। এমনটাই মত কৃষি বিজ্ঞানীদের।
পথে নামা পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যগুলোকেই: সুপ্রিম কোর্ট
শুক্রবার একটা বিবৃতি দিতে কেন্দ্রীয় হাওয়া অফিস বলেছে, "নির্ধারিত পয়লা জুনের চারদিন পর দেশের প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। সেই সময় ৪ দিন আগে বা ৪ দিন পরেও হতে পারে।" জানা গিয়েছে, ১৬ মে'র মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। নির্ধারিত সময়ের ছয় দিন আগে এই প্রবেশ। এই আগমনীর নেপথ্যে আন্দামান সাগরে অইরি হওয়া ঘূর্ণিঝড় অনুঘটকের কাজ করবে।
সোমবার থেকে কোন কোন রাজ্যে চতুর্থ দফার লকডাউন: দেখুন ১০ তথ্য
পরিসংখ্যান বলছে, গত বছর ১৮ মে আন্দামান-নিকোবর দ্বীপে ঢুকেছিল বর্ষা। কিন্তু এরপর নানা কারণে ৮ জুন মূল ভূখণ্ডে প্রবেশ করে। গোটা দেশে বর্ষা এসেছিল ১৯ জুলাই।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)