এই রাজ্যে আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস দিয়েছে
কলকাতা: Cyclone Phethai: ঘূর্ণিঝড় 'পেতাই'-এর শক্তি ক্রমশ কমে এসে তা একটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে চলে গিয়েছে বলে মঙ্গলবার জানাল আবহাওয়া দফতর। তবে, এই রাজ্যে আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস দিয়েছে তারা। ঝিরিঝিরি বৃষ্টি এবং হাড়কাঁপানো হাওয়ার ফলে আজ সকালে স্কুলে যাওয়া পড়ুয়া এবং অফিসযাত্রীরা বিপাকের মুখে পড়ে। তবে আগামীকাল সকাল থেকে আবহাওয়াতে কিছু বদল আসবে। তার উন্নতি হবে কিছুটা। নিম্নচাপটি শক্তি কমিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে চলে যাবে বলে জানা গিয়েছে। তবে, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং রাজ্যের পার্বত্য অঞ্চলের বেশ কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। আজ বাকি দিনটিও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ইতস্তত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।