দেখেশুনে তাজ্জব ডাক্তারবাবুরাও!
কলম্বিয়া: সন্তান গর্ভবতী। হতেই পারে। সেই সন্তান সদ্যোজাত হলে? মাথায় হাত ডাক্তারবাবুদের। হয়রান মা-ও। যাঁরা শুনবেন তাঁরাই বিস্ময়ে হাবুডুবু খাবেন এই প্রশ্ন তুলে, কী করে হয়? কিন্তু এমন অসম্ভব ঘটনা ঘটেছে কলম্বোর (Colombo) মামাজ লেটিনস হাসপাতালে। সেখানে মায়ের সদ্যোজাত কন্যা জন্মেছেই গর্ভ নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সার্জিক্যাল সেকশনে (C-Section)। অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।
পেটে ১০ কোটির হেরোইন ক্যাপসুল! রাজধানীতে গ্রেফতার ৭ আফগান
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা গেছিল, শরীরে দুটি Umbilical Cords রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান! যা সত্যিই বিরল। জন্মের পরেই তাই সদ্যোজাতের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটিক। যা অপরিণত অবস্থায় ছিল।
১২ বছরেই Data Scientist! রোজ অফিস যায় ক্লাস সেভেনের পড়ুয়া?
মা তাঁর 'বিষ্ময়' সদ্যোজাত কন্যার নাম রেখেছেন Itjhmara. হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দিব্য আছে সে। শারীরিক ভাবে একদম ফিট। এবং ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাকে কোনও ভোগান্তি পোয়াতে হবে না।
Click for more
trending news