This Article is From Jul 22, 2018

স্ত্রীকে পুড়িয়ে মারা অভিযোগে ধৃত স্বামী ও শাশুড়িঃ মুম্বাই

গত 20 জুলাই বৈশালীর অভিযুক্ত শাশুড়ি ও স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

স্ত্রীকে পুড়িয়ে মারা অভিযোগে ধৃত স্বামী ও শাশুড়িঃ মুম্বাই

নির্মমভাবে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে (ছবি প্রতীকি)

থানে:

24 বছরের এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগে তার শাশুড়ি এবং স্বামীকে গ্রেফতার করল পুলিশ।

2016 সালের মে মাসে থানের অম্বরনাথ শহরের সঙ্গম ভায়লের সঙ্গে বিয়ে হয় বৈশালী ভায়লের। অভিযোগ, বিয়ের পর থেকেই ‘দুশ্চরিত্র’ অপবাদ দিয়ে বৈশালীর উপর অত্যাচার শুরু করেন সঙ্গম ও তার মা।

থানে পুলিশের মুখপাত্র সুখদা নরকার জানিয়েছেন, গত 20 জুলাই বৈশালীর অভিযুক্ত শাশুড়ি ও স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশালীর।

মৃতের পরিবারের সদস্যদের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে, পুলিশ 20 তারিখেই সঙ্গম ভায়লে ও তার 60 বছরের মা লীলাবাইকে গ্রেফতার করে, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী পুড়িয়ে হত্যা, পণের জন্য হত্যা ইতাদি অভিযোগে মামলা দায়ের করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ সূত্রের খবর।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.